লখনউ, ১৫ অক্টোবর: একটি দোকানের বাইরে থেকে বাল্ব চুরি করছেন। পুলিশ (Police) কর্মীর এমন একটি ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসার পর তা ভাইরাল হয়ে যায়। পুলিশের এ হেন আচরণে বিরক্ত উত্তরপ্রদেশ প্রশাসন ওই ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করে। সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে যে ভিডিয়োটি ভাইরাল হয়,সেখানে দেখা যায় একটি দোকান থেকে বাল্ব খুলে নিচ্ছেন এক পুলিশ কর্মী। রাতের অন্ধকারে দোকানের সামনে থেকে বাল্বটি খুলে নিয়ে এরপর ওই পুলিশ কর্মী তা নিজের পকেটে পুরে ফেলেন। দোকানের সামনে থেকে বাল্ব খুলে এরপর ওই পুলিশ কর্মী সেখান থেকে সরে যান বলে দেখা যায় ভিডিয়োতে।
জানা যায়, প্রয়াগরাজে দশেরার মেলার শেষ রাতে সেখানে পাহারা দিচ্ছেন ওই পুলিশ কর্মী। মেলার শেষে এরপর একটি দোকানের সামনে থেকে বাল্ব খুলে নিতে দেখা যায় তাঁকে। স্থানীয়দের কথায়, গত ৬ অক্টোবর দেশেরা মেলার শেষদিন ছিল। ওইদিনই দোকানের সামনে থেকে বাল্ব খুলে তা পকেটে পুরে ফেলেন সংশ্লিষ্ট পুলিশ কর্মী।
সিসিটিভি ক্যামেরায় ওই পুলিশ কর্মীর ভিডিয়ো ধরা পড়ার পরপরই তা ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষের জন্য যাঁরা কাজ করেন, তাঁরা কীভাবে রাতের অন্ধকারে এই ধরনের কাজ করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ মানুষ।