Saif Ali Khan Attacker (Photo Credits: X, Instagram)

মুম্বই, ২০ জানুয়ারিঃ কীভাবে ওই দুষ্কৃতী সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে প্রবেশ করলেন? কীভাবে তিনি সোজা পৌঁছে গেলেন বাড়ির সবচেয়ে খুদে সদস্য জেহর ঘরের সামনে? জেহ বাড়ির যে শৌচাগারটি ব্যবহার করে সেখানেই নাকি ঘাপটি মেরে বসেছিলেন হামলাকারী? অভিনেতার অ্যাপার্টমেন্টের যে পথ দিয়ে ওই দুষ্কৃতী অন্দরে প্রবেশ করেছিলেন সেই পথ দিয়েই পালিয়েছিলেন, সিসিটিভি ক্যামেরায় সেই চিত্র ধরাও পড়েছে। বৃহস্পতিবার ভোররাতে পুরো ঘটনাটি কীভাবে ঘটিয়েছিলেন অভিযুক্ত, অপরাধের গোটা দৃশ্য পুনঃনির্মাণ করার পরিকল্পনা করছে মুম্বই পুলিশ (Mumbai Police)। পুলিশ সূত্রে খবর, ধৃত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ ওরফে মোহাম্মদ ইলিয়াসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে।

রবিবার সকালে গ্রেফতার হয়েছেন অভিনেতা সইফ আলি খানের উপর হামলা (Saif Ali Khan Attacked) করা দুষ্কৃতী। থানে শহরের হিরানন্দানি এস্টেটে মেট্রো নির্মাণকাজের পিছনে শ্রমিকদের থাকার জায়গায় লুকিয়ে ছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় নয়, ধৃত আসলে বাংলাদেশি, এমনটাই অভিযোগ গোয়েন্দা আধিকারিকদের। পাঁচ মাস আগে ভারতে আসেন তিনি। এমনকি কোনও বৈধ নথি তাঁর কাছ থেকে উদ্ধার হয়নি। একাধিক পরিচয় নিয়ে ঘুরে বেরাচ্ছিলেন তিনি। কখনও বিজয় দাস, কখনও মোহাম্মদ ইলিয়াস তো আবার  কখনও বিজে। অভিযুক্ত শেহজাদকে আদালতে তোলা হলে তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বান্দ্রা থানায় রাখা হয়েছে তাঁকে।

সংবাদ সংস্থা পিটিআই-কে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তদন্তের অংশ হিসেবে অপরাধের দৃশ্য পুনঃনির্মাণের প্রয়োজন রয়েছে। আর তার জন্য ধৃত শেহজাদকে আগামী পাঁচ দিনের মধ্যে ‘সতগুরু শরণ’ অ্যাপার্টমেন্ট অর্থাৎ সইফের বাড়িতে নিয়ে যাওয়া হবে।