অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণার পরেই তোলপাড় রাজ্য রাজনীতি। ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে তথ্যপ্রমাণের ভিত্তিতে ফাঁসির সাজা না শুনিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) গোটা তদন্তপ্রক্রিয়ার ওপরেই সরব হয়েছে। এবার এই নিয়ে হাইকোর্টে মামলা করবে বলে দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে এই ঘটনাকে বিরল থেকে বিরলতম কেন ভাবছে না, এই নিয়েও বিষ্ময়প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

হাইকোর্টে যাবে রাজ্য

এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে আজকের রায় নিয়ে টুইট করে জানিয়েছেন, আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলাকে কেন বিরল থেকে বিরলতম বলে গণ্য করা হচ্ছে না, এর সঠিক ব্যাখ্যা নেই। আমি মনে করি, এটা বিরল থেকে বিরলতম ঘটনা। যার জন্য মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেওয়া উচিত ছিল। গত ৩-৪ মাসে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে রাজ্য পুলিশ তদন্ত করে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবনে দণ্ডিত সঞ্জয়

আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তকে সোমবার শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই সঙ্গে নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকার ক্ষতিপূরণও দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।