আপত্তিকর পোস্ট করার অভিযোগে তুরস্কের এক জনপ্রিয় 'Only fans' মডেলকে ঘর থেকে তুলে নিয়ে গ্রেফতার করা হল। আজরা নামের সেই 'অনলি ফ্যান্স' মডেল ও তার স্বামীকে দেশের সংস্কৃতিকে ধাক্কা দিয়ে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়। 'অনলি ফ্যান্স' প্ল্যাটফর্মে যৌনতা, খোলামেলা পোশাকে ভিডিয়ো করে খুব কম সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন আজরা। কিন্তু দেশের একটা বড় তার বিরুদ্ধে অশ্লীলতা ও অপসংস্কৃতি ছড়ানোর দায়ে অভিযোগ দায়ের করেছিলেন। এদিন আজরা ও তার স্বামীকে একেবারে ঘাড় ধরে পুলিশের গাড়িতে তোলা হল। গ্রেফতার আগে সোশ্যাল মিডিয়ায় 'অনলি ফ্যান্স' মডেল ও তাঁর স্বামীকে কাঁদতে দেখা গেল। তিনি অন্যায় কিছু করকছেন না, ব্যক্তি স্বাধীনতায় রাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন সেই অনলি ফ্যান্স মডেল।
'অনলি ফ্যান্স' প্ল্য়াটফর্মে সেই মডেল, ১০০ জন পুরুষের সঙ্গে যৌনতার প্রতিশ্রুতির পর তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
দেখুন কীভাবে গ্রেফতার করা হল বিতর্কিত মডেল ও তাঁর স্বামীকে
🚨🇹🇷 BREAKING: An OnlyFans creator in TURKEY has been ARRESTED after announcing plans to be with 100 men in a single day.
👏 W TURKEY pic.twitter.com/MgfkRSf97P
— Jackson Hinkle 🇺🇸 (@jacksonhinklle) January 18, 2025
'অনলি ফ্যান্স' হল এমন এক ওয়েবসাইট ও অ্যাপ যেখানে অর্থের বিনিময়ে প্রাপ্ত বয়স্কদের জন্য নিজেদের খোলামেলা পোশাকের ভিডিয়ো করেন মডেলরা। তুরস্কে 'অনলি ফ্যান' সহ সমস্ত ধরনের অ্যাডাল্ট ভিডিয়ো ওয়েবসাইটও অ্যাপের ভিডিয়ো ওপর কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।