জেলে ছিলেন দীর্ঘদিন। তাই স্বাভাবিক নিয়মেই বন্ধ ছিল সমস্ত রকমের বেতন ও ভাতা। প্রায় ১ বছর ৩ মাসের বেতন বকেয়া রয়েছে তাঁর। আর সেই টাকা ও বিধানসভায় পুনরায় যোগ দেওয়ার পদ্ধতি জানতে সোমবার বেলা ১২টা নাগাদ বিধানসভায় যান রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। বিধানসভায় গিয়ে বেতন পাওয়ার পদ্ধতিগুলি জেনে আবার অবশ্য বাড়ি ফিরে যান তিনি। আর এই বিধানসভায় আসার সুবাদে দলের বিধায়কদের সঙ্গেও কথাবার্তা হয়েছে তাঁর। ফলে বেশ খোসমেজাজেই এদিন দেখা গেল তাঁকে।

বকেয়া বেতনের আশায় জ্যোতিপ্রিয়

জেলে যাওয়ার আগে অবধি জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী ছিলেন। কিন্তু এখন তিনি বিধায়ক হয়েছেন। ফলে আগে যা মাইনে ছিল তা সম্ভবত কাটছাঁট হবে তাঁর। সেই সঙ্গে বিধায়ক হিসেবে কীভাবে আবার যোগ দেবেন সেই নিয়েও আলোচনা হয়। জানা গিয়েছে, জেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি চিঠি নিয়ে আবেদন করতে হবে।

রেশন দুর্নীতি মামলা

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। এই মামলায় আগে থেকেই তাঁর নাম জড়িয়েছিল। তারপর একাধিকবার ইডি অফিসে জেরা করা হয় তাঁকে। অবশেষে ২৭ অক্টোবর গ্রেফতার করা হয় তাঁকে।