Past and Present: Biden and Trump. (Photo Credits: X)

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প  (Donald Trump)। তিনি আগেই জানিয়েছিলেন, প্রেসিডেন্ট অফিসে কাজের প্রথম দিনে তিনি ২০০টি এক্সিকিউটিভ অর্ডার বা কার্যনিবাহী নিরদেশিকা জারি করবেন। গত কয়েক দিন ধরে জোর জল্পনা চলছিল, প্রেসিডেন্ট ট্রাম্প তার অফিসে যোগ দেওয়ার পর প্রথমেই কী কী সিদ্ধান্ত নেবেন। শপথের ঠিক আগে ফাঁস হল, অন্তত মার্কিন সংবাদমাধ্যমে তাই দাবি করা হচ্ছে, 'গাল্ফ অফ মেক্সিকো'- বা মেক্সিকো উপসাগরের নাম বদলে ট্রাম্প করছেন, 'গাল্ফ অফ আমেরিকা' বা আমেরিকা উপসাগর।

'গাল্ফ অফ মেক্সিকো' একটি সামুদ্রিক অববাহিকা এবং আটলান্টিক মহাসাগরের সীমান্তবর্তী একটি উপসাগর। নাম বদল ছাড়া এর বিশেষ কিছু তাতপর্য থাকছে না। কারণ এই উপসাগরের দখলে মার্কিন যুক্তরাষ্ট্রে কাছেই আছে। যদিও তাতে মেক্সিকো সরকারের নিয়ন্ত্রণ আছে।

৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ট্রাম্প

ক দিন আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি গাল্ফ অফ মেক্সিকোর নাম বদলে গাল্ফ অফ আমেরিকা করবেন, পানামা খালকে আমেরিকার দখলে নেবেন, এবং কানাডাকে আলাদা দেশ নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে নিয়ে আসবেন। পাশাপাশি ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ করবেন। এই প্রতিশ্রুতিগুলির মধ্যে সহজ কাজটা প্রথমে করতে চলেছেন ট্রাম্প।