দুনিয়ার সবচেয়ে ধনী তিন ব্যক্তি হাজির ডোনাল্ড ট্রাম্পের শপথে। ওয়াশিংটন ডিসি-র ক্যাপিটাল হিলে প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর শপথে হাজির টেক জগতের ধনকুবেররা। স্পেস এক্স, এক্স, টেসলা, এক্স-এআইয়ের মালিক ইলন মাস্ক থেকে ফেসবুকের প্রতিষ্ঠাতা-প্রধান মার্ক জুকেরবার্গ, অ্যামাজনের সিইও জেফ বেজোস থেকে গুগলের সিইও সুন্দর পিচাই-সবাই হাজির ট্রাম্পের শপথ। দুনিয়ার ধনীতম ব্যক্তি এখন মাস্ক (৪২৬ বিলিয়ন), দ্বিতীয় ধনীতম ব্যক্তি জেফ বেজোস (২৫১ বিলিয়ন) ও তৃতীয় মার্ক জুকেরবার্গ (২১৭ বিলিয়ন)।
ট্রাম্পের নির্বাচনী প্রচারে রেকর্ড অর্থ অনুদান ও সক্রিয় প্রচার করে জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন ইলন মাস্ক। ট্রাম্পের প্রশাসনে মাস্ককে চালিকা-শক্তি বলা হচ্ছে। মাস্ক ছাড়া টেক জগতের ধনকুবেররা কেউ ট্রাম্পের সঙ্গে ছিলেন না।
ট্রাম্পের শপথ মঞ্চে মাস্ক, জুকেরবার্গরা
Jeff Bezos, Sundar Pichai and Elon Musk in U.S. Capitol Rotunda for the Inauguration. pic.twitter.com/A7QSieD5HW
— CSPAN (@cspan) January 20, 2025
কিন্তু কমলা হ্যারিসের বিরুদ্ধে বড় জয়ের পর সিংহাসন উদ্ধার নিশ্চিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে তার বাসভবন 'মারে লাগো'-তে ছুটে গিয়েছেন জুকেরবার্গ থেকে বেজোস-রা। জুকেরনবার্গ তো ট্রাম্পের কাছে আসতে ফেসবুকের নিয়মও বদলে ফেলেছেন, বাইডেন প্রশাসনের সমালোচনাও করেছেন।