নয়াদিল্লিঃ বিতর্ক, বিদ্বেষকে জয় করে অবশেষে বিগ বস সিজন ১৮(Bigg Boss Season 18) এর বিজেতা হলেন করণবীর মেহরা(Karan Veer Mehra)। ভিভিয়ান ডিসেনাকে(Vivian Dsena) টেক্কা দিয়ে এগিয়ে গেলেন তিনি। টানা ১০৪ দিনে বিগবসের ঘরে নানা লড়াই, নাটকীয়তার পর লক্ষ ভোটে বিগ বস ট্রফি নিজের করলেন করণ। এদিন মঞ্চে দাঁড়িয়ে বিজেতা হিসেবে করণের নাম ঘোষণা করেন সলমন খান। বিজেতা হিসেবে করণের হাতে তুলে দেওয়া হয় সোনার ট্রফি সহ ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার।
ঘোষিত হল বিগবস ১৮ এর বিজয়ীর নাম
রবিবার সন্ধ্যাটা টানটান উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে বিগবস প্রেমীদের। গ্র্যান্ড ফিনালেটিকে কয়েকটি পর্বে ভাগ করে নেওয়া হয়। প্রথম পর্বেই বাদ পড়েন ঈশা সিং। এরপর বাদ পড়েন চুম দারাং। তৃতীয় স্থানে পৌঁছেও বিদায় নেন রজত দালাল। এ বারের বিগ বস গ্রান্ড ফিনালের অন্যতম চমক ছিলেন আমির খান। প্রথমবারের মতো বিগ বসের মঞ্চে দেখা যায় তাঁকে। এ ছাড়া এদিন উপস্থিত ছিলেন খুশি কাপুর, জুনেদ খান সহ একাধিক তারকা।
বিগবস ১৮ এর শিরোপা উঠল করণের মাথায়
Karan Veer Mehra Wins 'Bigg Boss 18', Vivian DSena Runner-Up#biggboss18 #karanveermehra #viviandsena#SalmanKhan #karanveeraMehra #KaranIsTheBoss @ColorsTV @JioCinema @BeingSalmanKhan @KaranVeerMehra @VivianDsena01 https://t.co/uxWDNP4gdQ
— LatestLY (@latestly) January 19, 2025