ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। বিধ্বংসী আগুনে গ্রাস করল পার্ক সার্কাস (Park Circus) স্টেশনের সামনের এলাকা। দাউদাউ করে আগুনে জ্বলে ওঠে তিলজলার কারখানায়। চারিদিক ছেয়ে যায় কালো ধোঁয়ায়। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল বাহিনী। একে একে আসে দমকলের ১৪টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। বিশাল দমকল বাহিনীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে কারখানার আগুন। পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন ওই এলাকায় মূলত রয়েছে বহু চামড়ার কারখানা। আছে বহু ঘুমটি ঘর। দাহ্য বস্তুতে ভরা চারিদিক। ফলে তিলজলার গুদামে আগুন লাগতেই চাঞ্চল্য ছড়ায়। সময় মত আগুন নেভানো না গেলে আরও ভয়ানক কোন বিপর্যয় ঘটে যেতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

পার্ক সার্কার স্টেশন সংলগ্ন কারখানায় ভয়াবহ আগুনঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)