আর কয়েক ঘণ্টা বাদেই ইডেনে ভারতের আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ। বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ। টি-২০ বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মত সিনিয়র ক্রিকেটাররা। ভারতের টি-২০ স্কোয়াড এখন সূর্যকুমারের যাদবের নেতৃত্বে মূলত জুনিয়র প্রতিশ্রুতিবান ক্রিকেটারদের নিয়ে গড়ে উঠেছে। তবে চোট সারিয়ে এক বছর পর মাঠে ফেরা মহম্মদ সামিও এই টি-২০ সিরিজে খেলছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে ঝালিয়ে নিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজটা পাচ্ছেন সামি।
দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের পর এবার সামনে ইংল্যান্ড
মাস দুয়েক আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩-১ টি-২০ সিরিজ জেতা সূর্যকুমার যাদবের দলের কাছে সুযোগ জোস বাটলার, হ্যারি ব্রুক, আদিল রশিদের মত তারকা ক্রিকেটার থাকা শক্তিশালী ইংল্যান্ডের সামনে নিজেদের প্রতিভা প্রমাণ করার। টেস্ট, ওয়ানডে-তে যতই খারাপ ফল হোক, টি-২০-তে টিম ইন্ডিয়া এখন বেশ ভাল করছে। টিম ইন্ডিয়া ও ইংল্যান্ড-দুই দলেই বেশ প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন। ভারতের তুরুপের তাস সূর্যকুমার যাদবের ব্যাটিং। সঙ্গে অবশ্যই থাকছে অবিশ্বাস্য ফর্মে থাকা সঞ্জু স্যামসন।
সঞ্জু শেষ পাঁচটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে তিনটি সেঞ্চুরি করে রেকর্ড করেছেন। তিলক ভর্মার দিকেও নজর থাকবে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে দারুণ খেলে চমকে দেওয়া অলরাউন্ডার নীতীশ রেড্ডি কেমন খেলেন সেদিকও নজর থাকবে।
সিরিজের ক্রীড়াসূচি
প্রথম ম্যাচ: ২২ জানুয়ারি, কলকাতা
দ্বিতীয় ম্যাচ: ২৫ জানুয়ারি, চেন্নাই
তৃতীয় ম্যাচ: ২৮ জানুয়ারি, রাজকোট
চতুর্থ ম্যাচ: ৩১ জানুয়ারি, পুণে
পঞ্চম ম্যাচ: ২ফেব্রুয়ারি, মুম্বই
ভারতের স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক ভর্মা, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মহম্মদ সামি, আর্শদীপ সিং, হর্ষিত রানা, ধ্রুব জুরেল (উইকেটকিপার)।
ইংল্যান্ডের স্কোয়াড: জোস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, আদিল রশিদ, রেহান আহমেদ, জোফ্রে আর্চার, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, ব্র্যাইডন কার্সে, মার্ক উড, সাকিব মহম্মদ।
কোথায় খেলা দেখা যাবে
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল, যেমন স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩-এ সরাসরি সম্প্রচার করা হবে সব ম্যাচ। ইন্টারনেটের মাধ্যমে দেখা যাবে হটস্টার অ্যাপের মাধ্যমে। সিরিজের সব কটি খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।
টি-২০ আন্তর্জাতিকে দুই দলের রেকর্ড
দুই দল মোট ২৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে ১৩টি, আর ইংল্যান্ড ১১টি-তে।
ইডেনে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে-
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং/নীতীশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি, আর্শদীপ সিং।
ইডেনে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
জোস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার)), ফিল সল্ট, জ্যাকববেথেল, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফ্রে আর্চার, মার্ক উড।