Mahalaya Wishes In Bengali: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই উপস্থিত মহালয়ার ভোর (Mahalaya Morning)। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের (Virendra Krishna Bhadra) গলায় সেই শাশ্বত পাঠ শোনার পরই বাঙালির ঘরে প্রবেশ করবে দুর্গা পুজো (Durga Puja)। মনের ভিতর ঘরে বেজে উঠবে আনন্দ ধ্বনি। ঘাটে ঘাটে শুরু হয়ে যাবে তর্পণ (Pitritarpan)। পিতৃপক্ষ শেষ হয়ে সূচনা হবে দেবীপক্ষের। উমা (Uma) আসবেন ঘরে। এ বছর মহালয়া ১০ আশ্বিন ১৪২৬ অর্থাৎ ইংরাজির ২৮ সেপ্টেম্বর ২০১৯, শনিবার।
মহালয়ার এই দিনে অশুভ শক্তির বিনাশ হয়ে জাগরিত হবে শুভ শক্তি। ভোর পেরিয়ে সকাল হতেই শুরু হবে শুভেচ্ছা বিনিময়। তার জন্যই লেটেস্টলি (LatestLY) বাংলা আপনাদের জন্য হাজির করছে মহালয়ার বিশেষ শুভেচ্ছাপত্র (Mahalaya Special Wish Card)। আপনিও আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিতে পারেন এইসব শুভেচ্ছা বার্তাগুলি (Wishes)। আরও পড়ুন- Mahalaya 2019 Date: সামনেই মহালয়া, জানুন এই শুভদিনের বিস্তারিত তথ্য
WhatsApp message reads: যা দেবী সর্বভূতেষু মাতৃরুপেন সংস্থিতা
নমস্থ্যৈ নমস্থ্যৈ নমস্থ্যৈ নমো নম:
যা দেবী সর্বভূতেষু শান্তিরুপেন সংস্থিতা.....
WhatsApp message reads: অশুভ শক্তির বিনাশ
শুভ শক্তির জয়ের বিশ্বাস
আলো হয়ে আসুক মহালয়া
মা আসছেন
WhatsApp message reads: আর সাতটি দিনের পরে
মা আসছে ঘরে
WhatsApp message reads: আনন্দময়ীর আগমনে
আনন্দ ধারা বহিছে ভুবনে
WhatsApp message reads: মা আসছেন
আজ মহালয়া....
উল্লেখ্য, আসলে দুর্গা পুজোর সময় কিন্তু বসন্তকাল (Spring)। সেটাকে বলা হয় বাসন্তি পুজো (vasanti Puja)। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র (Lord Ramachandra) অকালে দেবীকে আরাধনা করেছিলেন সীতা (Sita) উদ্ধারের জন্য। যা অকালবোধন (Akal Bodhan) নামে পরিচিত। এই পরিসরটাই বাঙালির ক্যালেন্ডারে (Bengali Calender) বছরের সেরা উৎসব (Main Festival)- দুর্গাপুজো (Durga Puja)। শ্রীরামচন্দ্র অসময়ে দেবীকে পুজো করেছিলেন বলে শরতের (Autumn) এই পুজোকে বলা হয় অকালবোধন।