পিতৃতন্ত্রের বাঁধনে আষ্টেপৃষ্টে বদ্ধ হয়ে আছে নারী পুরুষ সকলেই। প্রকৃতি বরাবর বৈচিত্র তৈরি করতে চায়, কিন্তু সমাজ নিয়মের আবর্তে বৈচিত্রকেই বৈষম্য বানিয়ে ফেলে। এই সমাজ পুরুষ ও নারীর জন্য আলাদা বিধান দেগে দেয়। জন্ম গ্রহণ থেকে শুরু করে শ্রাদ্ধ অদ্ভুতভাবেই সমাজ লিঙ্গভেদে আলাদা নিয়ম তৈরি করে দেয়। নারী পুরুষ নির্বিশেষে সেই অযৌক্তিকতাকে বয়ে নিয়ে চলেছে। কিন্তু তারই মধ্যে পালটা লড়াই চলছে সাম্যেরও।লড়ে যাচ্ছেন মহিলারাও, সমতার দাবিতে এখনো চলছে লড়াই। তারই মধ্যে বিশ্ব জুড়ে আজ শুক্রবার ২৬ অগাস্ট পালন করা হচ্ছে মহিলা সাম্য দিবস(Women's Equality Day 2022)।
মহিলা সাম্য দিবস পালিত হয় বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯ তম সংশোধনী লাগুর উদযাপন হিসেবে। এই সংশোধনীর ফলেই ভোটের অধিকার পান মহিলারা।সংশোধনটি প্রথম লাগু হয়েছিল ১৮৭৮ সালে। দিনটি প্রথম উদযাপিত হয় ১৯৭৩ সালে এবং তারপর থেকে প্রতি বছরই দিনটি পালিত হচ্ছে। ২৬ আগস্ট, ১৯২০ সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বেনব্রিজে কলবি এক শতাব্দী আগে শুরু হওয়া ভোটের দাবিতে লড়াইয়ের সমাপ্তির ঘোষণায় স্বাক্ষর করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছরই ১৯ তম সংশোধনী পাসের স্মরণে উদযাপিত হয় এই দিনটি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য ও ফেডারেল সরকারকে নাগরিকদের যৌন পরিচয়ের ভিত্তিতে ভোটাধিকারের অধিকার নিশ্চিত করেছিল এই সংশোধনী। আজকের এই লড়াইয়ের দিনে সকল মহিলাদের জন্য রইল লেটেস্টলি (Latestly) র তরফ থেকে শুভেচ্ছা বার্তা। সেই বার্তা শেয়ার করুন মা, বোন দিদি, স্ত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের ধর্ম বর্ণ নির্বিশেষে মহিলাদের মধ্যে। আর পালন করুন মহিলাদের সাম্যের অধিকার।