Photo Credits: ANI

সিন্ধু ঘাঁটি: রবিবার থেকে লাদাখের (Ladakh) লে (Leh)-এর সিন্ধু ঘাটে (Sindhu Ghat) শুরু হল ২৭তম সিন্ধু দর্শন যাত্রা (27th Sindhu Darshan Yatra)। আগামী ২৭ জুন পর্যন্ত এই যাত্রা চলবে। সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে পোস্ট করা ভিডিয়োতে দেশের বিভিন্ন রাজ্য (Different states of India) থেকে আসা মানুষদের ভারতের জাতীয় পতাকা (Indian Flag) নিয়ে এই যাত্রায় অংশ নিতে দেখা যায়।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে সিন্ধু দর্শন যাত্রা সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার (Chief Patron of Sindhu Darshan Yatra Samiti & RSS leader Indresh Kumar) বলেন, "লাদাখের (Ladakh) এই উৎসব (festival) হল ভগবান তথাগত বুদ্ধের (Lord Tathāgata Buddha) সহানুভূতি (compassion) ও বন্ধুত্বের (friendship) বার্তা (message) দেওয়ার উৎসব। সবাই সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস (unanimous resolution) করেছে যে লাদাখ হয়ে কৈলাস মানসরোবর (Kailash Mansarovar yatra) যাত্রার রুট (route) যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেওয়া হোক। তাড়াতাড়ি খুলে দেওয়া হোক সারদা পীঠের (Sharda Peeth) রাস্তায়। আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে পাকিস্তান (Pakistan) ও তিব্বতের (Tibet) রাস্তা খুলে যাবে এবং খোয়া যাওয়া জমি ফিরে পাবে ভারত (lost land of India)।" আরও পড়ুন: উত্তাল জলস্রোতের মধ্যে পাথরের উপরে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা ব্যক্তির, ভিডিয়োতে দেখুন তারপর কী হল!