২০২৪ সালে ২৯ মার্চ পালিত হচ্ছে গুড ফ্রাইডে। এই দিনটি খ্রিস্টধর্মের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে স্মরণ করা হয় প্রভু যীশুর আত্মত্যাগকে। রোমান শাসকের আদেশে যিশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় তাকে পরিয়ে দেওয়া হয়েছিল কাঁটার মুকুট। এরপর পেরেকের সাহায্যে ক্রুশবিদ্ধ করা হয় যিশু খ্রিস্টকে। এটি ছিল খ্রিস্টধর্মের একটি কালো দিবস। যীশু খ্রিস্টের মৃত্যুর দিনটি পরিচিত গুড ফ্রাইডে নামে। গুড কথার অর্থ হল ভালো। কিন্তু এই দিনে কী ভালো হয়েছিল? জেনে নেওয়া যাক গুড ফ্রাইডে পালন করা হয় কেন এবং কেন যিশু খ্রিস্টের মৃত্যুর দিনটিকে শুভ দিন হিসেবে পালিত হয়?

খ্রিষ্টধর্মে মান্যতা আছে যে যেদিন ক্রুশবিদ্ধ হয়ে যিশুর মৃত্যু হয় সেই দিনটি ছিল শুক্রবার। ইস্টার সানডের আগের শুক্রবার পালিত হয় খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব গুড ফ্রাইডে। মনে করা হয়, প্রায় দুই হাজার বছর আগে জেরুজালেমের গ্যালিল প্রদেশে এক সাধক থাকতেন, যার নাম ছিল যিশু খ্রিস্ট। যিশু মানুষকে হিংসা ভুলে ঐক্যবদ্ধ হয়ে থাকতে বলতেন। সাধারণ মানুষ তাকে ভগবান মনে করতেন। কিন্তু এমনও অনেক লোক ছিল, যারা ধর্মীয় কুসংস্কার ছড়াতে বিশ্বাস করত, তারা যীশু খ্রীষ্টের বিরুদ্ধে ছিল।

রোমান শাসক পিলাট নিজেকে ঈশ্বরের পুত্র বলে মনে করতেন। তিনি ধর্মনিন্দা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করে যীশু খ্রিস্টের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। মৃত্যুর আগে যীশুকে মারাত্মকভাবে নির্যাতন করা হয়। যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময়টিকে 'গুড' বলার কারণ হল পুরোনো ইংরেজিতে 'গুড' শব্দটিকে বলা হয় 'হোলি' অর্থাৎ পবিত্র। গুড ফ্রাইডেকে পবিত্র শুক্রবারের পাশাপাশি বলা হয় ব্ল্যাক ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডে।