রাত পেরোলেই পালিত হবে গণেশ চতুর্থী (১৯ সেপ্টেম্বর ২০২৩)। পাশাপাশি শুরু হবে ১০ দিনের গণেশোৎসব। গণেশ চতুর্থীর দিনে ভক্তরা শিব এবং দেবী পার্বতীর প্রিয় পুত্র গণপতি বাপ্পার প্রতিমাকে খুব আড়ম্বরে স্বাগত জানায়।হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গণেশ চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। গণেশ পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামে পরিচিত। কোঙ্কণি ভাষায় এই উৎসবের নাম চবথ। অন্যদিকে, নেপালি ভাষায় এই উৎসবকে বলে চথা।
মহারাষ্ট্র , গোয়া সহ ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে খুবই জনপ্রিয় এই গণেশ পুজো। অত্যন্ত ধুমধামের সহিত এই পুজো করা হয়। গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে আপনার নিকট আত্মীয় বা প্রিয়জনদের কাছে শুভেচ্ছা বার্তা প্রেরণ করে পালন করুন গণেশ চতুর্থীর বিশেষ দিন।