কলকাতা: দুর্গা দেবীকে চোখের জলে বিদায় দিয়ে মন খারাপ অনেকেরই, তবে উৎসব তো এখনও বাকি। কারণ সামনেই আর এক দেবীর আগমন। দুর্গাপুজো বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ উত্সব হলেও গোটা দেশের নিরিখে সবচেয়ে বড় ধর্মীয় উত্সব হল দীপাবলি। দিওয়ালি (Diwali 2023) বা দীপাবলী একটি সংস্কৃত শব্দ। যার অর্থ প্রদীপ বা দীপের মালা। অমাবস্যার অন্ধকার রাতে আলোর মালায় সেজে ওঠে প্রায় গোটা দেশ। পাঁচদিন ধরে পালিত হয় এই উৎসব। এটি শুরু হয় ধনতেরাস উৎসব দিয়ে, তারপর নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী, দিওয়ালি, গোবর্ধন পুজো ও শেষ হয় ভাই ফোঁটায়।
এবার জেনে নেওয়া যাক এবছর পুজোর দিনক্ষণ ও শুভ সময় সম্পর্কে
চলতি বছর ২০২৩ সালে দিওয়ালি পালন হবে আগামী ১২ নভেম্বর। অমাবস্যা তিথি শুরু হবে ১২ নভেম্বর, দুপুর ২:৪৪ মিনিটে। অমাবস্যা তিথি শেষ হবে ১৩ নভেম্বর দুপুর ২:৫৬ মিনিটে।
ধনতেরাস ১০ নভেম্বর, শুক্রবার
কালীপুজো ১১ নভেম্বর, শনিবার
দিওয়ালি ১২ নভেম্বর, রবিবার
গোবর্ধন পুজো ১৩ নভেম্বর, সোমবার
ভাই ফোঁটা ১৫ নভেম্বর, বুধবার
দেখুন
Send beautiful Happy Diwali 2023 Wishes, Messages to special person copy button. Heart touching & warm Deepawali greetings to someone very special https://t.co/43mDW7Jjmk#HappyDiwali #Diwali2023 #Deepawali #Deepawali2023
— Happy Diwali 2023 (@HappyDiwali2023) October 24, 2023
হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, বিজয়া দশমী বা দশেরায় রাবণ বধ করে যেদিন রাতে রাম, সীতা ও লক্ষণ অযোধ্যা ফিরেছিলেন সেদিন তাঁদের স্বাগত জানাতে প্রদীপের আলোয় সেজে উঠেছিল গোটা অযোধ্যা। সেই থেকেই চলছে দীপাবলিতে প্রদীপ জ্বালানোর প্রথা।