আলোক উৎসবের শেষে পালন করা হয় পবিত্র উৎসব ভাইফোঁটা। এই উৎসব ভাই-বোনের উৎসব, এদিন বোন তার ভাইকে তিলক পড়িয়ে আরতি করে মুখ মিষ্টি করায়। প্রায় সারা দেশেই পালন করা হয় এই উৎসব। গোবর্ধন পুজোর পরের দিন তথা কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পালন হয় ভাইফোঁটা।
হিন্দু ধর্মে ভাই-বোনের সম্পর্ককে পালন করা হয় ভাইফোঁটা ও রক্ষাবন্ধন উৎসবে। এই দুটি উৎসব ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে। ২০২৪ সালের ৩ নভেম্বর পালন করা হবে ভাইফোঁটা উৎসব।
ভাইফোঁটা উৎসব পুরানো ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত। বিশ্বাস করা হয় যে এই দিনে বোন তার ভাইয়ের কপালে তিলক লাগিয়ে আরতি করে। এরপর সে তার ভাইকে মিষ্টি খাওয়ায়। ভাইফোঁটার পুজোর থালায় চন্দন, ফুল, ধান দূর্বা ও মিষ্টি রাখা হয়। প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ মুখে রাখা হয়। পুজো শেষ হলে ভাইয়েরা তাদের বোনদের উপহার দেয়।