মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস হল রমজান মাস। রমজানের গোটা মাস রোজা রাখেন ইসলাম ধর্মের মানুষরা। ২০২৪ সালে ভারতে ১১ মার্চ থেকে শুরু হয়েছে এই পবিত্র রমজান মাস। ২৯ বা ৩০ রোজা রাখার পর চাঁদ দেখা যায়, সেদিন পালন করা হয় ঈদ-উল-ফিতর। ঈদ উপলক্ষে ভারতে সাধারণত পাওয়া যায় একদিনের সরকারি ছুটি। কিন্তু সৌদি আরবে ঈদ উপলক্ষে দেওয়া হচ্ছে ১০ দিনের ছুটি। বাদশাহ সালমান সকল সরকারি খাতের কর্মচারীদের জন্য ঘোষণা করেছেন ১০ দিনের ঈদের ছুটি। সরকারি কর্মচারীদের জন্য ৪ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ছুটির ঘোষণা করা হয়েছে।
রমজান মাসের ৩০ দিনকে তিন ভাগে ভাগ করা হয়, যার নাম আশরা। রমজান মাসের প্রথম দিন থেকে দশম দিন পর্যন্ত প্রথম আশরা, ১১ দিন থেকে ২০ দিন পর্যন্ত দ্বিতীয় আশরা হয় এবং ২১ দিন থেকে ৩০ দিন পর্যন্ত তৃতীয় আশরা হয়। রমজানের এই তিনটি আশরার বিশেষ গুরুত্ব রয়েছে।
প্রথম আশরার দিন হয় রহমতের, দ্বিতীয় আশরার দশ দিন হয় মাগফিরাতের তথা ভুলের ক্ষমার জন্য এবং তৃতীয় ও শেষ আশরার দশ দিন হয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। তৃতীয় ও শেষ আশরার দশ দিনের জন্য ছুটির ঘোষণা করা হয়েছে সৌদি আরবে।