প্রয়াত অভিনেতা ভ্যাল কিলমার (ছবিঃX)

নয়াদিল্লিঃ প্রায়ত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার (Actor Val Kilmer)। ক্যানসার(Cancer কাড়ল প্রাণ। মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভ্যাল। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৫ বছর। একসময় হলিউড কাঁপিয়েছেন ‘ব্যাটম্যান ফরএভার’-এর অভিনেতা। অভিনয় করেছেন 'দ্য ডোর্স', 'উইলো', 'দ্য সেন্ট'এর মতো কালজয়ী ছবিতে। ২০২১ সালে 'টপ গান: দ্য ম্যাভেরিক' ছবির মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করেন সোনালি চুলের এই অভিনেতা। এরপরই শরীরে বাসা বাঁধে ক্যানসার। এই মারণ রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে কথা বলার ক্ষমতা হারাতে থাকেন।

প্রয়াত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার

১৯৯৫ সালে প্রথম ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেছিলেন। তবে ১৯৯৭ সালের ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ ছবিতে তাঁর পরিবর্তে এই চরিত্রে অভিনয় করেছিলেন জর্জ ক্লুনি। ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করলেও ‘দ্য ডোর্স’-এ রকস্টার জিম মরিসনের চরিত্রটি অনেক বেশি সাড়া ফেলেছিল। এই চরিত্রটিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় কর নিয়েছিলেন ভ্যাল। শোনা যায়, এই ছবির জন্য অডিশন দেওয়ার আগের জিম মরিসনের সমস্ত গান একেবারে মুখস্ত করে ফেলেছিলেন তিনি। শুধু তাই নয়, প্রায় একবছর ধরে জিম মরিসনের মতো পোশাক পরাও শুরু করেন। ২০২১ সালে তাঁর জীবনের উপর একটি তথ্যচিত্র মুক্তি পায়। যার নাম ছিল 'ভ্যাল।' এই তথ্যচিত্রে ভ্যালের কণ্ঠস্বরটি ছিল তাঁর ছেলের।

প্রয়াত ‘ব্যাটম্যান ফরএভার’ খ্যাত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার