বিপদ যে কীভাবে, কখন আসে, তা এই ভিডিয়ো না দেখলে বিশ্দৌঁবাস করবেন না। সম্প্রতি দৌঁড়ে গিয়ে ট্রেনে (Moving Train) চড়তে যায় এক কিশোরী (Teenage Girl)। দৌঁড়ে ট্রেনে উঠতে গিয়ে ওই কিশোরী যখন একটি কামরায় নিজের পা বাড়ায়, সেই সময় তাকে সরিয়ে অন্য একজন উঠে পড়েন। ফলে ওই কিশোরী কী করবে, তা বুঝে উঠতে পারছিল না। ফলে সে যাতে ট্রেনের অন্য কামরায় উঠতে পারে, তার চেষ্টা শুরু করে অন্য একজন। ওই কিশোরীকে চলন্ত ট্রেনে ওঠায় সাহায্য করেন অন্য এক ব্যক্তি। সাহায্য পেয়ে সাহসে ভর করে ওই কিশোরী চলন্ত ট্রেনে উঠতে যায়। কিন্তু হঠাৎ করেই চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ওই কিশোরী। পা পিছলে ওই কিশোরী যখন ট্রেনের নীচে চলে যেতে শুরু করে, সেই সময় কাকের মত ছোঁ দিয়ে তাকে তুলে নিয়ে যান জিআরপি-র (GRP) এক জওয়ান। চলন্ত ট্রেনের নীচে যাতে ওই কিশোরীকে যেতে না হয়, তার জন্য তাকে ছোঁ দিয়ে সেখান থেকে তুলে নিয়ে যান ওই জিআরপি জওয়ান। ফলে কোনওক্রমে ওই কিশোরীর প্রাণ বেঁচে যায়। চলন্ত ট্রেনের নীচে যাওয়া থেকে ওই কিশোরীকে রক্ষা করায়, সংশ্লিষ্ট জিআরপি জওয়ানকে পুরস্কৃত করা হয়। ডিজিপির তরফে তাঁকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। সেই সঙ্গে ওই জওয়ানের সাহসিকতার ভিডিয়ো ভাইরাল হয়ে যায় হু হু করে।
দেখুন ওই কিশোরীকে কীভাবে ট্রেনের নীচে যওয়া থেকে রক্ষা করলেন জিআরপি জওয়ান...
#MadhyaPradesh's In Ashok Nagar, a 14-year-old girl slipped from a moving train, GRP Jawan saved the girl's life by showing bravery, video of GRP constable's courage went viral, DGP announced a reward of Rs 10,000!! pic.twitter.com/lPIquch48z
— Siraj Noorani (@sirajnoorani) April 1, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)