প্রয়াত প্রাক্তন বিজেপি সাংসদ তথা সুফি গায়ক হংসরাজ হংসের (Hansraj Hans) স্ত্রী রেশম কৌর। বুধবার বেলা ১টা নাগাদ জলন্ধরের একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন রেশম। আর সেই কারণেই মাঝেমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হত। বুধবারে মৃত্যুর পাঁচদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়ছিল। তবে এবারে আর তিনি বাড়িতে ফিরলেন না। রেশমের মৃত্যুর পর শোকস্তব্ধ গোটা পরিবার।

রেশম কৌর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন

জানা যাচ্ছে, জলন্ধরের টেগোর হাসপাতালে পাঁচদিন আগেই তিনি ভর্তি হয়েছিল। তাঁর হৃদযন্ত্রে স্টেন বসেছিল। কিন্তু তারপরেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। অন্যদিকে প্রাক্তন বিজেপি সাংসদও এই কারণে জলন্ধরেই ছিলেন। বুধবার সকাল থেকেই রেশমের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর বেলা ১টা নাগাদই তাঁর মৃত্যু হয়।

সফিপুরে সম্পন্ন হবে শেষকৃত্য

রেশম কৌরের ভাই পরমজিৎ সিং এদিন বলেন, তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত গোটা পরিবার। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সফিপুরে হংসরাজ হংসের আদিবাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।