Greater Noida moving car bursts into flames (Photo Credits: IANS)

ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে। আবারও চলন্ত গাড়ি পুড়ে ছাঁই হল আগুনে। বুধবার রাত ৯টা নাগাদ আম্বেদকর নগর (Ambedkar Nagar.) থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখে আগুনের গ্রাসে চলে গিয়েছে পুরো গাড়িটি। তড়িঘড়ি তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করে এবং ঘন্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণেও চলে আসে। যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এবং এই ঘটনায় হতাহতেরও কোনও খবর নেই।

অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ির চালক

জানা যাচ্ছে, এদিন খানপুর থেকে চিরাগ দিল্লি সড়কে উঠেছিল গাড়িটি। তখনই দুর্ঘটনাটি ঘটে। আচমকাই আগুন লাগে চলন্ত গাড়িতে। বিপদ বুঝে গাড়ি থেকে ঝাঁপ দেয় চালক শাকিল আহমেদ। তিনি আবার জামিয়া নগরের বাসিন্দা। গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার কারণে অল্পবিস্তর চোট লাগে তাঁর। তবে অল্পের জন্য মৃত্যুমুখ থেকে ফিরে এলেন তিনি। পরিস্থিতি দেখে পথযাত্রীরাই দমকলে খবর দেয়।

দেখুন পোস্ট

গ্রেটার নয়ডাতেও চলন্ত গাড়িতে লাগে আগুন

সপ্তাহখানেক আদে গ্রেটার নয়ডাতে এরকমই একটি ঘটনা ঘটে। আচমকাই চলন্ত গাড়িতে লাগে আগুন। যদিও সেবারেও হতাহত কেউ হয়নি। তবে এভাবে চলন্ত গাড়িতে কী করে আগুন লাগছে তা এখনও স্পষ্ট নয়।