হায়দরাবাদ, ২ এপ্রিল: ফের আতঙ্ক ছড়াল বার্ড ফ্লু (Bird Flu) । এবার বার্ড ফ্লুর কামড়ে মৃত্যু হল এক শিশুর (Child)। মাত্র ২ বছরের বয়সেই ওই শিশুর মৃত্যু হয় বার্ড ফ্লুর কামড়ে। অন্ধ্রপ্রদেশে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
রিপোর্টে প্রকাশ, গত ১৪ দিন আগে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বাসিন্দা ওই শিশু বার্ড ফ্লুতে আক্রান্ত হয়। পুণের ন্যাশানাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির তরফে ওই শিশুর রিপোর্ট প্রকাশ করা হয়। যেখানে জানানো হয়, ওই শিশু বার্ড ফ্লুতে আক্রান্ত। এরপরই ওই শিশুকে এমসে ভর্তি করা হয়। এমসে ভর্তির পর চিকিৎসার মাঝে অন্ধ্রের ওই শিশুর মৃত্যু হয় বলে জানা যায়।
আরও পড়ুন: Bird Flu: ধারাশিবে বার্ড ফ্লু ছড়িয়েছ পড়েছে, অসংখ্য পোল্ট্রি মুরগির মড়ক
রিপোর্টে প্রকাশ, বাবা, মায়ের পাশাপাশি বাড়িতে যে সব সদস্য রয়েছেন ওই শিশুর পরিবারে, তাঁরা কেউ বার্ড ফ্লুতে আক্রান্ত হননি। গোটা বাড়িতে একমাত্র ওই ছোট্ট শিশুই বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয়।
ওই পরিবারের কেউ কাঁচা মাংস খেয়েছেন কি না, এমন প্রশ্ন করা হলে তাঁরা প্রকাশ্যে উত্তর দেন। ওই শিশুর পরিবাররের তরফে জানানো হয়, তাঁরা খুব কম সময়ে কাঁচা মাংস খান। তবে ওই শিশু সম্প্রতি ২ পিস কাঁচা মাংস খায়। তবে তাঁর শরীরে বার্ড ফ্লুর উপসর্গ দেখা দেওয়ার আগেই সে ২ পিস কাঁচা মাংস খায় বলে পরিবারের তরফে জানানো হয়।