বুধবার দেশজুড়ে ব্যাহত হয়েছে ইউপিআই পেমেন্ট (UPI Payments) পরিষেবা। জানা যাচ্ছে, সকাল থেকেই বহু মানুষ এই সংক্রান্ত সমস্যায় পড়েছেন। যদিও কয়েকঘন্টার মধ্যে অবশ্য পরিষেবা স্বাভাবিক হয়েছে। তবে বেশিরভাগ মানুষ পেটিএম, গুগল পে. ফোন পে সহ থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করতে পারছিলেন না। এমনকী এসবিআই, এইচডিএফসি সহ একাধিক সরকারি, বেসরকারি ব্যাঙ্কের অ্যাপেরও ইউপিআই সংক্রান্ত সমস্যা হচ্ছিল। যার জেরে লেনদেনের পাশাপাশি লেনদেন সংক্রান্ত আপডেটও পাচ্ছিলেন না বহু মানুষ।
লক্ষাধিক মানুষের অ্যাপ কাজ করছিল না
একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৬৪ শতাংশ গ্রাহক ফান্ড ট্রান্সফার, ২৮ শতাংশ মানুষ পেমেন্ট, ৩৪ শতাংশ মানুষ মোবাইল ব্যাঙ্কিং, ৯ শতাংশ মানুষ অ্যাকাউন্টে ব্যালেন্ট আপডেট ও ৮ শতাংশ মানুষ অ্যাপ সংক্রান্ত সমস্যায় পড়েছিলেন। এছাড়া ৫৭ শতাংশ এসবিআইয়ের গ্রাহক নিজেদের অ্যাপ থেকে ফান্ড ট্রান্সফার করতে পারছিলেন না।
আগেও এই সমস্যা হয়েছিল
প্রসঙ্গত, গত মাসের ২৬ তারিখেও ইউপিআই সংক্রান্ত সমস্যায় পড়েছিলেন বহু মানুষ। অভিযোগ উঠেছিল সেই সময়েও এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন অনেকে। এদিনেও সেই একই সমস্যায় পড়েছে কমপক্ষে লক্ষাধিক ইউজার।