প্রশিক্ষকের উপর ঝাঁপিয়ে পড়ে, কামড়ে তাঁর হাত ছিঁড়ে দেওয়ার চেষ্টা চেষ্টা করে বাঘ (Tiger)। সার্কাস (Circus) চলাকালীন প্রবল আক্রোশে প্রশিক্ষকের উপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায় একটি সাদা বাঘকে। ওই বাঘটি এরপর প্রশিক্ষককে কামড়ে ধরে। এরপর তাঁর গায়ে প্রবল আক্রোশে যেমন আঁচড় বসাতে শুরু করে, তেমনি তাঁর হাত কামড়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে। যা দেখে সার্কাসের প্রত্যেকে এগিয়ে যান এবং ওই ব্যক্তিকে রক্ষার চেষ্টা করেন। সার্কাসের প্রশিক্ষক প্রাণপন চেষ্টা করেন নিজেকে ছাড়ানোর। কিন্ততু নাছোড়বান্দা বাঘটি তাঁকে আরও বেশি করে কামড়ে ধরার চেষ্টা চালায়। ওই সময় দর্শকরা ভয়ের চোটে সেখান থেকে উঠে পালানো শুরু করেন। তবে সার্কাস কর্মীরা কোনওক্রমে নিজেদের সঙ্গীকে বাঘের হাত থেকে রক্ষা করে সোজা হাসপাতালে নিয়ে যান রক্তাক্ত অবস্থায়। সার্কাসের ওই কর্মীক হাত দেখে কার্যত অবাক হয়ে যান চিকিৎসকরা। তবে সময় নষ্ঠ না করে ওই ব্যক্তির কাঁটা, ছেঁড়া হাত বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: Tiger Attacks: সুন্দরবনে ফের বাঘের হানা, গুরুতর জখম ১ বনকর্মী
দেখুন কীভাবে সার্কাসের প্রশিক্ষকের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ...
CIRCUS HORROR IN EGYPT AS WHITE TIGER MAULS TRAINER
A circus performance in Tanta turned to chaos when a white tiger lunged at a worker, biting and dragging him by the arm.
He was rushed to the hospital, where doctors were trying to save his arm.
Source: @RT_com pic.twitter.com/Ve88mHJC8N
— Mario Nawfal (@MarioNawfal) April 2, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)