
Sunita Williams Video: বাড়ি ফিরলেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। বাড়িতে ফিরেই নিজের প্রিয় পোষ্যদের সঙ্গে দেখা যায় নাসার নভশ্চরকে। পৃথিবীতে পা রাখার বেশ কয়েকদিন ধরে সুনীতা উইলিয়ামসকে চোখে চোখে রাখে নাসা (NASA)। সুনীতার শরীর, স্বাস্থ্যের অবনতি যাতে কোনওভাবে না হয়, তার জন্য বিশেষ নজর দেওয়া হয় তাঁর উপর। সুনীতার পাশাপাশি বুচ উইলমোরের উপরও বিশেষভাবে নজর রাখতে শুরু করে নাসা।
এবার সুনীতা উইলিয়ামস ফিরলেন বাড়িতে। যেখানে দুই প্রিয় পোষ্য তাঁর অপেক্ষায় ছিল। সুনীতা বাড়িতে ফিরতেই তাঁকে আদরে ভরিয়ে দিতে শুরু করে নভশ্চরের দুই পোষ্য। কেউ সুনীতার উপর পড়ে আবার কেউ তাঁর পোশাক ধরে টানাটানি জুড়ে দেয়। সবকিছু মিলিয়ে সুনীতা বাড়িতে ফিরতেই তাঁর পোষ্যরা ঝাঁপিয়ে পড়ে আদর শুরু করে।
সুনীতা উইলিয়ামস নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করেন। যেখানে 'বেস্ট হোমকামিং এভার' বলে ক্যাপশনও যোগ করেন তিনি।
দেখুন সুনীতা উইলিয়ামসের সেই বাড়িতে ফেরার ভিডিয়ো...
Best homecoming ever! pic.twitter.com/h1ogPh5WMR
— Sunita Williams (@Astro_Suni) April 1, 2025
কয়েক মাস নাসার আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে (ISS) কাটিয়ে তবেই পৃথিবীতে পা রাখেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। মাস্কের সংস্থার বিশেষ ক্যাপসুলে চড়ে পৃথিবীতে ফেরেন সুনীতা এবং বুচ। ফ্লোরিডা উফকূলে নামেন সুনীতারা। যে দৃশ্য গোটা পৃথিবীর মানুষ দেখেন।
মহাকাশে দীর্ঘদিন কাটিয়ে ফেরার পর সম্প্রতি সাংবাদিক সম্মেলন করেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। যেখানে বারতের প্রসঙ্গে জানতে চাওয়া হলে, বাবার দেশকে মহাকাশ থেকে উজ্জ্বল বর্ণের দেখা যায়। সেই সঙ্গে হিমালয়কেও অত্যন্ত সুন্দর দেখায় মহাকাশ থেকে বলে জানান সুনীতা উইলিয়ামস।