দিল্লি, ১ এপ্রিল: মহাকাশ (Space) থেকে ভারতকে দেখতে কেমন লাগে? সাংবাদিক সম্মেলনে ঠিক এমনই প্রশ্ন করা হয় সুনীতা উইলিয়ামসকে (Sunita Williams)। যার উত্তরে নাসার (NASA) নভশ্চর বলেন, মহাকাশ থেকে ভারতবর্ষকে অতুলনীয় লাগে। মহাকাশ থেকে ভারতবর্ষের যে রূপ ফুটে ওঠে, তা এক কথায় অতুলনীয়। শুধু তাই নয়, মহাকাশ থেকে হিমালয়ের রূপও অত্যাশ্চার্য। যা দেখে মন ভরে যায় বলে জানান ভারতীয় বংশোদ্ভুদ মহাকাশচারী সুনীতা উইলিয়ামস।
সুনীতা আরও বলেন, যতবার তাঁরা হিমালয়ের উপর দিয়ে গিয়েছেন, ততবার একাধিক ছবি দেখেছেন। যা এক কথায় মনমুগ্ধকর। মহাকাশ থেকে হিমালয়ের ছবি দেখে মনে হয়, কোনও একটি ধারা ভারতবর্ষে প্রবাহিত হচ্ছে। যা দেখে অত্যন্ত মনমুগ্ধকর বলে মনে হয়। এমনই জানান সুনীতা উইলিয়ামস।
শুনুন কী বললেন সুনীতা উইলিয়ামস...
পৃথিবীতে ফেরার পর এই প্রথম সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই একাধিক প্রশ্নের মাঝে মহাকাশ থেকে ভারতবর্ষকে কেমন দেখতে লাগে বলে সুনীতা উইলিয়ামকে প্রশ্ন করা হলে, তিনি তাঁর উত্তর জানান।