সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর (ছবিঃNASA)

নয়াদিল্লিঃ অবশেষে স্বস্তির খবর শোনাল নাসা(NASA)। শীঘ্রই পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস(Sunita Williams) এবংব্যারি বুচ উইলমোর(Barry Butch Wilmore)। আগামী ১২ মার্চ সুনীতাদের নিয়ে পৃথিবীতে ফিরতে পারে এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের বিশেষ যান। এর আগে জানা গিয়েছিল মার্চের শেষদিক বা এপ্রিলের শুরুতে হয়তো ফিরবেন তাঁরা। তবে এ বার খুশির খবর শুনিয়ে সেই সময়কালকে আরও অন্তত দুসপ্তাহ এগিয়ে আনার পরিকল্পনা মার্কিন মহাকাশ সংস্থার।

সুখবর শোনাল নাসা!

প্রসঙ্গত, দীর্ঘ আট মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা এবং বুচ। ঘরে ফেরার জন্য একাধিকবার বাঁধার সম্মুখীন হতে হয়েছে তাঁদের। যা নিয়ে উদ্বেগে গোটা বিশ্ব। ক'দিন আগেই এত দীর্ঘ সময় মহাকাশে থাকার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সুনীতা বলেছিলেন, "হাঁটার অনুভূতি কেমন, তা ভুলেই গিয়েছি। হাঁটার অনুভূতিটা ঠিক কেমন তা ভুলতে বসেছি। দীর্ঘদিন ধরে আটকে রয়েছি। অনেকদিন বসিনি। তবে চোখ বন্ধ করলে মনে হয় খুব বেশিদিন আমি আসিনি এখানে। মহাকাশে সময়ের হিসেব অন্যরকম। সামান্য ব্যবধানও দীর্ঘ বলে মনে হয়।"

স্বস্তির খবর শোনাল নাসা, অবশেষে ঘরে ফিরছেন সুনীতারা