RCB vs GT (Photo Credit: GT/ X)

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, IPL 2025 Live Streaming: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ১৪ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২ এপ্রিল মুখোমুখি হবে আরসিবি বনাম জিটি (RCB vs GT)। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium, Bengaluru) আয়োজিত হয়েছে এই ম্যাচ। আরসিবি (RCB) কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে পরাজিত করে অপরাজিত থেকে আজ মাঠে নামবে। এদিকে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে গুজরাট টাইটানস (Gujarat Titans) হেরে গেলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় তারা। এই ম্যাচে দুই দলই ব্যাট হাতে বেশ শক্তিশালী৷ আরসিবির সঙ্গে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, রজত পাটিদার এবং টিম ডেভিডের মতো তারকারা৷ অন্যদিকে, গুজরাটে রয়েছেন শুভমন গিল (Shubman Gill), সাই সুদর্শন, জস বাটলার৷ RCB vs GT, IPL 2025 Winning Prediction: আরসিবি বনাম জিটির ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্কোয়াডঃ রজত পাটিদার (অধিনায়ক), ফিলিপ সল্ট, বিরাট কোহলি, দেবদূত পাডিক্কল, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, সুয়াশ শর্মা, রসিখ দার সালাম, মনোজ ভান্ডাগে, জ্যাকব বেথেল, স্বপ্নিল সিং, অভিনন্দন সিং, লুঙ্গি এনগিডি, নুয়ান থুশারা, মোহিত রাঠি, স্বস্তিক চিকারা।

গুজরাট টাইটান্স স্কোয়াডঃ সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), শাহরুখ খান, শেরফেন রাদারফোর্ড, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, কাগিসো রাবাডা, রবিস্রিনিবাসন সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, অনুজ রাওয়াত, মহিপাল লোমরর, আরশাদ খান, জয়ন্ত যাদব, নিশান্ত সিন্ধু, কুলবন্ত খেজরোলিয়া, জেরাল্ড কোয়েটজি, মানব সুথার, কুমার কুশাগ্র, গুরনুর ব্রার, করিম জনত।

আইপিএল ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫ ম্যাচ?

২ এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium, Bengaluru) আয়োজিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫ ম্যাচ?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০ টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫ ম্যাচ?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫ ম্যাচ?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।