
সীমিত সময়ের জন্য বাইক ট্যাক্সি পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করল কর্ণাটক হাইকোর্ট (Karnataka High Court)। আগামী ছয় সপ্তাহ বেঙ্গালুরু সহ গোটা কর্ণাটক বন্ধ থাকবে ওলা, উবের, ব়্যাপিডো, ইন ড্রাইভের মতো অ্যাপের বাইক পরিষেবা। যার ফলে আগামী ৬ সপ্তাহ প্রবল সমস্যায় পড়তে চলেছে অ্যাপ কর্তৃপক্ষ থেকে শুরু করে বাইক ট্যাক্সি চালক ও যাত্রীরা। অনেকেই সময় অপচয় কমাতে বাস, অটোতে করে যাতায়াতের বদলে বাইকে করে গন্তব্যতে যাওয়া পছন্দ করেন। বিশেষ করে আইটি হাব বেঙ্গালুরুতে বাইক ট্যাক্সি ব্যবহার করেন প্রচুর মানুষ। তবে এবার তাঁরাই সমস্যায় পড়বেন।
ছয় সপ্তাহ কর্ণাটকে বন্ধ থাকবে বাইক ট্যাক্সি পরিষেবা
আসলে দীর্ঘদিন ধরেই বাইক ট্যাক্সি পরিষেবার ওপর নির্দিষ্ট আইন আনতে চাইছিল রাজ্য সরকার। সেই নিয়ে আদালতে মামলাও গড়িয়েছিল। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতিদের বেঞ্চ নির্দেশ দেয় আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ও পরিবহন দফতরকে বাইক ট্যাক্সি পরিষেবার ওপর সঠিক আইনকানুন আনতে হবে। আর ততদিন পর্যন্ত অ্যাপে এই পরিষেবা বন্ধ থাকবে।
স্থগিতাদেশ নিয়ে বিচারপতির বক্তব্য
বিচারপতি বি এম শ্যাম প্রসাদ জানান, "এই পরিষেবার ওপর অবিলম্বে আইনকানুন আনা উচিত। না হলে ভবিষ্যতে কোনও ঘটনা ঘটলে নির্দিষ্ট নিয়মকানুন না থাকার কারণে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে না। তাই আগামী ৬ সপ্তাহ রাজ্যে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এই পরিষেবা। এই নির্দেশিকায় ভবিষ্যতে উপকৃত হবেন সাধারণ মানুষ, বাইক চালক সকলেই"।