ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সচেতন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুরক্ষার খাতিরেই নিজেদের নিয়ম নীতি আরও দৃঢ় করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।ইউজারদের দেওয়া হয় এন্ড-টু-এন্ড মেসেজ এনক্রিপশনের সুবিধা। তার পাশাপাশি কোনও অ্যাকাউন্টে গন্ডগোল দেখা দিলেই তা ব্যান করে হোয়াটসঅ্যাপ। এবার ইউজারদের নিরাপত্তার জন্য ফের কড়া পদক্ষেপ গ্রহণ করল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপের তরফে নভেম্বর মাসের একটি রিপোর্ট পেশ করা হয়েছে। যাতে দেখা গেছে শুধুমাত্র এই এক মাসেই প্রায় ৩৭ লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে ভারতে। তথ্য প্রযুক্তি আইন ২০২১ (Information Technology Rules, 2021)- এর ধারা ৪(১)(ডি) [Rule 4(1)(d)] অনুসারে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের তরফে এইসব অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।জানা গিয়েছে, এই ৩৭ লক্ষেরও বেশি সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে ৯ লক্ষ ৯০ হাজার অ্যাকাউন্ট অভিযোগ জমা পড়ার আগেই সক্রিয় ভাবে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন নিয়ম নীতি মেনে চলেনি এইসব অ্যাকাউন্ট। তাই সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।গত অক্টোবর মাসেও প্রায় ২৩ লক্ষ ২৪ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল ভারতে।
WhatsApp banned over 3.7 million Indian accounts in the month of November 2022 & almost 990,000 of these accounts were proactively banned, before any reports from users, as cited in the monthly report released by WhatsApp. pic.twitter.com/uxWghHw0OE
— ANI (@ANI) December 21, 2022