Oil discovery in India: দেশে নতুন তৈলখনির সন্ধানের পর সেখান থেকে তেল উত্তোলনের কাজ শুরু হয়ে গেল। এমনই সুখবর দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানালেন, "গতকাল, সোমবার কর্ণাটকে কৃষ্ণা-গোদাভরি অববাহিকায় কাকিনাদা উপকূলবর্তী অঞ্চল থেকে ৩০ কিলোমিটার দূরে প্রথমবার তেল উত্তোলন করা হয়েছে।"২০১৩ সালে কর্ণাটকের এই অঞ্চল থেকে তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছিল।
এমন কথা জানানোর পর কেন্দ্রীয় মন্ত্রী বললেন, "কর্ণাটকে নতুন এই তৈলখনি থেকে তেল উত্তোলনের প্রক্রিয়াগত কাজ শুরু হয়েছিল ২০১৬-১৭ থেকে। কিন্তু কোভিড আসায় সেই কাজ অনেকটা দেরী হয়।" তেল তোলার জন্য ব্যবহৃত ২৬টি ওয়েলের মধ্যে ৪টি মেশিন ব্য়বহার করে সেখান থেকে তেল উত্তোলনের কাজ চলছে। আরও পড়ুন-মলদ্বীপের প্রচার বন্ধ হোক, ভারতীয় পর্যটন এবং বিমান সংস্থাগুলিকে চিঠি
দেখুন ভিডিয়ো
#WATCH | Karnataka: Union Minister for Petroleum and Natural Gas, Hardeep Singh Puri announces new oil discovery in the country.
He says, "30 kilometres off the coast of Kakinada in the Krishna Godavari Basin, the first oil was extracted yesterday. Work started on this in… pic.twitter.com/gN5s6WsQ4D
— ANI (@ANI) January 8, 2024
প্রতিদিন এই তৈলখনি থেকে ৪৫ হাজার ব্যারেল তেল উৎপাদন করা যাবে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী আশাপ্রকাশ করেন। যা দেশের মোট তেল উৎপাদনের ৭ শতাংশ হবে বলে তিনি জানান। চলতি বছর মে-জুনে গ্যাসও এখান থেকে পাওয়া যাবে বলে তিনি জানান। বিদেশ থেকে পেট্রোল, ডিজেল কিনতে ভারতের অনেকটা বৈদেশিক মুদ্রা খরচ হয়।