Photo Credits: ANI

নয়াদিল্লি: বুধবার বিকেলে দিল্লিতে (Delhi) ট্রাইবাল ইউথ এক্সচেঞ্জ অনুষ্ঠানে (Tribal Youth Exchange Programme) যোগ দিয়ে মাওবাদী অধ্যুষিত (Left Wing Extremism) এলাকাগুলি মহিলা ও যুবকদের সঙ্গে কথাবার্তা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ (Union Home Minister and Minister of Cooperation Amit Shah)।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) তরফে জানানো হয়েছে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ট্রাইবাল ইউথ এক্সচেঞ্জ অনুষ্ঠানে যোগ দিয়ে আদিবাসী সম্প্রদায়ের (Tribal community) যুবকদের (youths) সঙ্গে কথা বলেন অমিত শাহ। এই প্রকল্পের মধ্যে নকশাল ও মাওবাদী অধ্যুষিত এলাকার উপজাতি সম্প্রদায়ের যুবক ও মহিলাদের দেশের বড় শহর (major cities) ও মেট্রো (metros) শহরগুলি ঘুরিয়ে দেখানো হচ্ছে। আরও পড়ুন: JP Nadda In Kota: রাজস্থানে প্রতিদিন ধর্ষিতা হন ১৭ জন মহিলা! ভিডিয়োতে শুনুন গেহলট সরকারকে আক্রমণ করে জেপি নাড্ডার বক্তব্য

তারা আরও জানিয়েছে, ২০১৪-১৫ থেকে ২০২২-২৩ সাল পর্যন্ত গত ৯ বছরে মোট ২০ হাজার ৭০০ যুব ট্রাইবাল ইউথ এক্সচেঞ্জ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আর ২০১৯-২০ থেকে ২০২২-২৩ পর্যন্ত চার বছরে ১০ হাজার ২০০ জন যুব যোগদান করেছেন। এই বছর ৫০০০ জন যুব ও মহিলা যোগদান করেছেন। আগে প্রতিবছর ২০০০ জন করে যোগ দান করতেন। তবে ২০১৯ সালে বেড়ে ৪০০০ জন যোগ দিয়েছিলেন। আর ২০২২ সালে যোগ দিয়েছিল ৫০০০ জন।