কোটা: বুধবার রাজস্থানের (Rajasthan) কোটায় (Kota) জনসভা করতে গিয়ে কংগ্রেস ও রাজ্যের ক্ষমতায় আসীন অশোক গেহলটকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP national president JP Nadda )। এখানে আইনের শাসন পুরো ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kota, Rajasthan: BJP national president JP Nadda says, "17 rapes against women have been reported every day in Rajasthan...More than 15,000 minor rape cases have been reported. The Crime Records Bureau's data states that Rajasthan is number one in crime against women..."… pic.twitter.com/r2ERFLlAvr
— ANI (@ANI) October 18, 2023
কোটার জনসভা থেকে জেপি নাড্ডা বলেন, "রাজস্থানে প্রতিদিন ১৭ জন মহিলাকে ধর্ষণ (rape) করা হয়। ১৫ হাজারেরও বেশি নাবালিকাকে ধর্ষণের মামলা (minor rape cases) নথিভুক্ত আছে। ক্রাইম রেকর্ড ব্যুরোর (Crime Records Bureau) কাছে থাকা তথ্য অনুযায়ী, মহিলাদের উপর অপরাধের দিক থেকে রাজস্থান এক নম্বরে রয়েছে।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kota, Rajasthan: BJP national president JP Nadda says, "...The people of Rajasthan feel cheated. Crime against women, betrayal with farmers and the youth is on the rise. The people have made up their minds to get rid of this corrupt government..."
(Source: BJP) pic.twitter.com/rSYbO8wijE
— ANI (@ANI) October 18, 2023
রাজস্থানের মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, "রাজস্থানের (Rajasthan) মানুষ নিজেদের প্রতারিত (cheated) মনে করছেন। মহিলাদের সঙ্গে অপরাধ (Crime against women) ও কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ৯ betrayal with farmers) দেখে যুবরা জেগে উঠেছেন। জনগণ মনে মনে ঠিক করে নিয়েছেন যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করবেই। তাঁরা শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে উৎখাত করবেই।" আরও পড়ুন: Madras High Court On RSS: তামিলনাড়ুতে আরএসএস-এর রুট মার্চের অনুমতি দিল না মাদ্রাজ হাইকোর্ট
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kota, Rajasthan: BJP national president JP Nadda says, "...The people of Rajasthan have made up their minds that they want a change in the state. They have made a resolution to get rid of the corrupt Congress government led by CM Ashok Gehlot and elect the BJP to… pic.twitter.com/V175Zj4HlO
— ANI (@ANI) October 18, 2023