আমেদাবাদ: ঘূর্ণিঝড় বিপর্যয়ের (Cyclone Biparjoy) ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে গুজরাটের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জনজীবন। আস্তে আস্তে তা স্বাভাবিক করার চেষ্টা চলছে। এর মাঝেই রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, ঘূর্ণিঝড় বিপর্যয়ের সময় গুজরাটে (Gujarat) মোট ৭০৭ জন শিশু (Children) জন্মগ্রহণ (Birth) করেছে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুজরাটে ঘূর্ণিঝড় বিপর্যয়ের সময় বিভিন্ন উপদ্রুত এলাকা থেকে মোট ১২০৬ জন গর্ভবতী মহিলাকে (Pregnant women) নিরাপদে রাজ্যের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে স্থানান্তরিত করা হয়। তার মধ্যে ৭০৭ জন মহিলা নিরাপদে সন্তান প্রসব করেছেন। বর্তমানে মা ও শিশুরা সবাই সুস্থ আছে।
আরও জানানো হয়েছে যে, জরুরি পরিস্থিতিতে ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্স পরিষেবা পাওয়ার যে ব্যবস্থা রয়েছে তার জন্য ২০২টি অ্যাম্বুল্যান্সকে রাখা হয়েছিল। এছাড়া ৩০২টি সরকারি অ্যাম্বুল্যান্স সবসময় প্রস্তুত রাখা হয়েছিল জখমদের অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া যেকোন পরিস্থিতির মোকাবিলা করার জন্য রাজ্যজুড়ে থাকা ৪৫৮টি হাসপাতালের জরুরি ও সমস্ত ট্রমা কেয়ার বিভাগগুলিকে প্রস্তুত রাখা হয়েছিল। সমস্ত চিকিৎসরাও প্রস্তুত ছিলেন যেকোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য। যদি কোনও জখম মানুষ হাসপাতালে আসেন তাঁর চিকিৎসা করার জন্য প্রস্তুত ছিলেন চিকিৎসকরা।
এছাড়া মহিলা, গর্ভবতী মহিলা এবং শিশুদের রাখার জন্য যে শেল্টার হোমগুলি করা হয়েছিল সেখানে সবসময় নজরদারি চালাচ্ছিল জেলা প্রশাসন। সমস্ত মানুষদের জন্য খাবার, থাকার ব্যবস্থা ও রেশনের সুবন্দোবস্ত রাখা হয়েছিল। মোট ১ লক্ষ ৮৫ হাজার ৮৮৪ জনকে খাবারের প্যাকেট সরবরাহ করা হয়েছে। আরও পড়ুন: Madhya Pradesh Assembly Elections 2023: মধ্যপ্রদেশে ফের ধাক্কা খেল বিজেপি, হেভিওয়েট নেতা ধ্রুবপ্রতাপ সিং পদ্ম ছেড়ে হাত ধরছেন!