
গত বছর জানুয়ারিতে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) চার শাবকের জন্ম দিয়েছিল স্ত্রী চিতা জ্বলা (Jwala)। এক মাস আগে বন দফতরের তরফে মা-সহ শাবকদের খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। রবিবার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে জ্বলা। সঙ্গে আসে তার চার শাবকও। সোমবার সকালে মধ্যপ্রদেশের উমারিয়া জেলার শ্যামপুর গ্রামে জনবসতি এলাকায় দেখা যায় পাঁচ চিতাকে। কুনো নদীতে পৌঁছে একটি রেলওয়ে ব্রিজের নীচে বিশ্রাম নিচ্ছিল মা এবং তার চার শাবক। সেই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই বাঘ দেখার জন্যে এলাকায় ভিড় জমে যায়।
খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে একটি গরুর উপর হামলা করে জ্বলা এবং শাবকেরা। সেই দৃশ্য দেখে হইচই কাণ্ড বাধিয়ে দেয় গ্রামবাসী। চিতাদের লক্ষ্য করে ঢিল, লাঠিসোঁটা ছুড়তে শুরু করে। আঘাত পেয়ে শাবকদের নিয়ে শিকার ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় জ্বলা। গরু শিকারের সেই দৃশ্য গ্রামবাসীদের ক্যামেরাবন্দি হয়েছে। যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
গরুর উপর ঝাঁপিয়ে পড়েছে জ্বলার শাবকেরাঃ
#WATCH | MP: Female Cheetah And Her Four Cubs Stray Out Of Kuno National Park, Cause Panic Among Villagers#MPNews #MadhyaPradesh pic.twitter.com/dnwlKilK93
— Free Press Madhya Pradesh (@FreePressMP) March 24, 2025
বন দফতর সূত্রে খবর, শাবকদের নিয়ে বীরপুরের তিলিদেররা এলাকার দিকে চলে গিয়েছে জ্বলা। তবে সংরক্ষিত প্রাণী চিতাকে আঘাত করা কিংবা তাদের উপর হামলা করা থেকে গ্রামবাসীকে বিরত থাকার অনুরোধ করেছেন বনকর্মীরা এবং স্থানীয় সংরক্ষণ সংস্থার স্বেচ্ছাসেবকরা।
উল্লেখ্য, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্যোগে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে প্রথম দফায় ভারতে আনা হয়েছিল আটটি চিতা। দক্ষিণ আফ্রিকা থেকে চিতা এনে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Cheetah in Kuno National Park) ছেড়ে দেওয়া হয় তাদের। নামিবিয়া থেকে ভারতে আসা প্রথম দফার চিতাদের মধ্যে ছিল 'জ্বালা' (Jwala)।