Uniform Civil Code in Uttarakhand (Photo Credit: X@UttarakhandTOI)

দেশের প্রথম রাজ্য হিসেবে বিজেপি শাসিত উত্তরাখণ্ড নতুন ইতিহাস লিখল। আজ (২৭ জানুয়ারি) থেকে সেখানে চালু হল অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে ২০২২ এর  ২৭ মে অভিন্ন দেওয়ানি বিধি (UCC)-র খসড়া তৈরির জন্য একটি প্যানেল গঠন করা হয়। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি দেশাই কমিটির সেই খসড়া রাজ্যের কাছে পাঠানো হয়। এর পর উত্তরাখণ্ড বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পাস হয়। ২০২৪ সালের মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সম্মতি দেন। এরপর ২০২৪ এর মাঝামাঝি সময় থেকেই নতুন আইনি ব্যবস্থা বলবৎ করতে সরকারি কর্মী, অফিসারদের  প্রশিক্ষণ দেওয়ার কাজ  চলছিল বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার থেকে সেই নতুন নিয়মই চালু হল।

অভিন্ন দেওয়ানি বিধিতে সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত অভিন্ন আইন চালু করার কথা বলা হয়েছে। এমনকি ধর্ম নির্বিশেষে পুরুষদের বহুবিবাহ বন্ধ এবং ‘লিভ ইন’ সম্পর্ক নথিভুক্ত করাকে আইনের আওতায় আনা হয়েছে।

নয়া নিয়ম অনুযায়ী-

  • লিভ-ইন করতে গেলে যুগলকে কিছুটা বিয়ের রেজিস্ট্রেশনের মতোই আলাদা একটি রেজিস্ট্রেশন করতে হবে। এই নিয়ম না মানলে বা রেজিস্ট্রেশনে ভুল তথ্য দিলে ২৫ টাকা জরিমানা, জেল বা দুটোই হতে পারে অভিযুক্তদের। একই সঙ্গে বলা হয়েছে, রেজিস্ট্রেশন করাতে দেরি করা চলবে না, এক মাসের বেশি সময় নিলেও জেল বা জরিমানা হতে পারে।
  • নতুন এই নিয়ম অনুযায়ী, লিভ-ইনে থাকা যুগল কোনও সন্তানের জন্ম দিলে, তাকে যুগলের সন্তান হিসাবে আইনি বৈধতা দেওয়ার কথা বলা হয়েছে।
  • ২১ বছরের কম বয়সি যুগলরা বাবা-মার অনুমতি ছাড়া লিভ-ইন করতে পারবেন না, অনুমতি মেলার পরও প্রয়োজনীয় রেজিস্ট্রেশন করাতে হবে।
  • ধর্ম নির্বিশেষে বিবাহ বিচ্ছেদ আদালত থেকে অনুমোদন করাতে হবে, এমন নিয়মও রয়েছে অভিন্ন দেওয়ানি বিধিতে। অর্থাৎ মুসলিমদের ক্ষেত্রে তালাক ব্যবস্থা থাকলেও তা আদালতে নথিভুক্ত করতে হবে। এমনিতে নিজ নিজ সম্প্রদায়ের রীতি-রেওয়াজ মেনে বিয়ে করতে পারবেন দম্পতিরা। তবে বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।