ভাদোদরা: অবশেষে ভারতে (India) এল বহু প্রতীক্ষিত সি-২৯৫ পরিবহনকারী প্রথম বিমান (first C-295 transport aircraft) । বুধবার বিকেলে গুজরাটের (Gujarat) ভাদোদরায় (Vadodara) অবস্থিত ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) এয়ারফোর্স স্টেশনে (Air Force Station) অবতরণ করে বিমানটি। বিমানটি চালিয়ে নিয়ে এসেছেন গ্রুপ ক্যাপ্টেন পিএস নেগি (Group Captain PS Negi )। বাহরিন (Bahrain) থেকে বিমান চালিয়ে নিয়ে এসেছেন তিনি।
The first C-295 transport aircraft of the Indian Air Force landed at Air Force Station, Vadodara a few minutes ago. The aircraft was flown by Group Captain PS Negi and landed today after taking off from Bahrain: IAF officials to ANI
(file photo) pic.twitter.com/lZg1ri6SE7
— ANI (@ANI) September 20, 2023
বায়ুসেনার এক আধিকারিক সূত্রে জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর দিল্লির কাছে হিন্দান এয়ারবেসে (Hindan airbase) নির্ধারিত একটি অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) আনুষ্ঠানিকভাবে বিমানটিকে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করবেন। এর ফলে মোট ৫৬টি বিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে ৪০টি টাটা ও এয়ারবাস জয়েন্ট ভেঞ্জারের (Tata-Airbus joint ventur) যৌথ উদ্যোগে ভারতে তৈরি করা হয়েছে। আরও পড়ুন:Tamil Nadu minister V Senthil Balaji: জেলবন্দি তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজির জামিনের আবেদন বাতিল চেন্নাইয়ের আদালতে
The aircraft would be formally inducted into the Indian Air Force by Defence Minister Rajnath Singh at a ceremony scheduled on September 25 at the Hindan airbase near Delhi. A total of 56 aircraft would be inducted into the IAF & 40 of them would be manufactured in India by…
— ANI (@ANI) September 20, 2023
The IAF's first C-295 MW aircraft landed in Vadodara today. The aircraft would be handed over to the IAF in a formal ceremony on 25 September 2023 at AF Stn Hindan by the Honourable Raksha Mantri Shri Rajnath Singh: Indian Air Force pic.twitter.com/a0B18VWYS1
— ANI (@ANI) September 20, 2023