Taliban, S Jaishankar (Photo Credit: Twitter)

দিল্লি, ২৩ সেপ্টেম্বর: আফগানিস্তানের (Afghanistan) মাটিকে কোনওভাবে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না৷ আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এমনই জানায় তালিবান৷ এবার সময় এসেছে সেই কথা রাখার৷ আফগানিস্তানের মাটিকে কোনওভাবে যাতে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা না হয়, সে দিকে খেয়াল রাখা উচিত কেয়ারটেকার সরকারের৷ জোর গলায় এমনই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷

জি ২০ বৈঠকে জয়শঙ্কর (S Jaishankar) আফগানিস্তান নিয়ে ভারতের (India)  চিন্তার কথা প্রকাশ করেন৷ অন্য দেশের বিদেশমন্ত্রীদের সামনে জয়শঙ্কর বলেন, আফগানিস্তান এবং সেখানকার নাগরিকদের সঙ্গে ভারতের সম্পর্ক বহুদিনের৷ সেই সম্পর্ক ভারত কোনওভাবেই ছিন্ন করতে চায় না৷ ভবিষ্যতে সেই সম্পর্কের যাতে আরও উন্নতি হয়, সেদিকে খেয়াল রেখে ভারত চলতে চায় বলে জানান জয়শঙ্কর৷

আরও পড়ুন: Afghanistan's Panjshir: কেউ আর নেই, আফগানিস্তানের 'ভূতুড়ে' পঞ্জশির পাহারায় সশস্ত্র তালিবান

গত ১৫ অগাস্ট কাবুল (Kabul) দখল করে তালিবান (Taliban)৷ কাবুল দখলের পর সে দেশ থেকে পালাতে শুরু করেন বহু আফগান নাগরিক৷ গত ৩১ অগাস্ট মার্কিন শেষ বিমান কাবুল বিমানবন্দর ছাড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়৷ তবে আফগান নাগিরকরা যাতে দেশ না ছাড়েন, সে বিষয়ে প্রার্থনা জানায় তালিবান৷ এমনকী, আফগানিস্তানের মাটিকে কোনওভাবে সন্ত্রাস বিরোধী কাজের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলেও জানায় তালিবান৷

পাশাপাশি ইসলামিক নিয়ম রীতি মেনে মহিলাদের (Afghan Women) পড়াশোনার সুযোগ দেওয়া হবে৷ কর্মক্ষেত্রেও দেওয়া হবে অধিকার৷ যদিও মহিলাদের নিয়ে তালিবান যে দাবি করে, বাস্তবে দেখা যায় তার উলটো ছবি৷ সম্প্রতি আফগানিস্তানে মাদ্রাসা সহ বেশ কিছু স্কুল খুললেও সেখানে ছাত্রীদের প্রবেশাধিকার নেই৷ যা নিয়ে ফের তালিবান সরকারকে নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়৷