নয়াদিল্লিঃ সরকারের (Government) পরামর্শ লাগবে না। পুরনিগমের সদস্য মনোনীত করতে পারবেন দিল্লির লেফট্যানেন্ট (Lieutenant Governor) গভর্নর। সোমবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। লেফট্যানেন্ট গভর্নরের দায়িত্ব হবে আইন মেনে করা এমনটাই উচিত বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত। এই রায়ে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, দিল্লি পুরনিগমের আইন অনুযায়ী, লেফট্যানেন্ট গভর্নরের হাতে সরকারের পরামর্শ না নিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। ১৯৯৩ সালের দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (ডিএমসি) আইনে বলা আছে যে রাজ্যপালকে দিল্লি সরকারের সাহায্য এবং পরামর্শ নিয়ে কাজ করার প্রয়োজন নেই। প্রসঙ্গত, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা মন্ত্রিসভার পরামর্শ না নিয়ে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনে ১০ জনকে নিয়োগ করেছিলেন। এরপরই বিক্ষোভ দেখায় দিল্লি সরকার। আপ সরকারের দাবি, লেফটেন্যান্ট গভর্নর তাদের পরামর্শ ছাড়াই নিজের ইচ্ছেমতো নিয়োগ করেছেন। লেফট্যানেন্ট গভর্নরের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল কেজরিওয়াল সরোকার। সেই মামলার শুনানিতেই বড় ধাক্কা খেল দিল্লি সরোকার।
Supreme Court Rules In Favor Of Delhi L-G’s Alderman Appointments, AAP Disappointedhttps://t.co/jsB3R2fJg0
— The Daily Guardian (@DailyGuardian1) August 5, 2024