Aiden Markram and Fazal Haq Farooqi (Photo Credit: JioHotstar)

AFG vs SA, Champions Trophy Highlights: শুক্রবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫-এর গ্রুপ 'বি'-র ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটার এইডেন মার্করামকে (Aiden Markram) ধাক্কা মারেন আফগানিস্তানের বাঁ-হাতি পেসার ফজলহক ফারুকি (Fazalhaq Farooqi)। আফগান এই তারকার দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ ওভারে এটি ঘটেছিল। মার্করাম দারুণ এক ইয়র্কারে সিঙ্গেল নেওয়ার পর জন্য যখন নন-স্ট্রাইকার প্রান্তে যান তখন এই ঘটনা ঘটে। ধাক্কা মারার সময় তার মুখে বেশ গম্ভীর ভাব ছিল, কিন্তু এরপরই তার মুখে ফুটে ওঠে হাসি। রিপ্লেতে মার্করামকে এই ঘটনায় রেগে যেতে বা হতবাক হতে দেখা যায়নি। উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে সতীর্থ ছিলেন ফারুকি ও মার্করাম। এই দেখে কমেন্ট্রিতে থাকা পমি এমবাংওয়া এবং শন পোলক ফারুকির আচরণে হতবাক হয়ে যান এবং প্রশ্ন করেন এই আচরণ আদেও বন্ধুত্বপূর্ণ ছিল কিনা। PAK vs NZ, Champions Trophy 2025 Highlights: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খারাপ শুরু পাকিস্তানের

এইডেন মার্করামকে ফজলহক ফারুকির ধাক্কা

করাচিতে প্রোটিয়াদের আফগান বধ

আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়েছে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাভুমা। শুক্রবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩১৫/৬ রান করে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেন। এদিকে টেম্বা বাভুমা, র‍্যাসি ভন ডার ডুসেন ও এইডেন মার্করামের মতো তারকারা হাফসেঞ্চুরি করেন। বল হাতে আফগানিস্তান তাদের সুযোগ পেলেও ব্যাটিং ইউনিট চাপ ধরে রাখতে পারেনি। ৩১৬ রান তাড়া করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। নিজের ৯০ রানের ইনিংস খেলে একাই লড়েন রহমত শাহ। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নেন কাগিসো রাবাডা।