Jail - Representational Image (File Photo)

গত মঙ্গলবার জামশেদপুরে শিবম ঘোষ নামে এক ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় কলকাতা থেকে গ্রেফতার হল ৩ অপরাধী। আরও একজন এখনও অধরা। জানা যাচ্ছে, বৃহস্পতিবার চিংড়িঘাটায় পুলিশ তাঁদের পেছনে ধাওয়া করেছিল। তারপরে তাঁরা সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে গা ঢাকা দিয়েছিল। সেখানে তল্লাশি চালিয়ে গ্রেফতার হয় মনোজ বারিক ও বিশাল বারিক নামে দুই যুবককে। এর একদিন আগে এই ঘটনায় যুক্ত আরেক অভিযুক্ত মহম্মদ আসিফকে গ্রেফতার করেছিল প্রগতি ময়দান থানার পুলিশ।

জামশেদপুরে খুন করে কলকাতায় গা ঢাকা অভিযুক্তদের

পুলিশসূত্রে খবর, মঙ্গলবার রাতে জামশেদপুরের বিষ্ণুপুরে শিবমকে হত্যা করে আসিফ. মনোজ ও বিশাল গা ঢাকা দেওয়ার জন্য ঘাটশিলায় যায়। সেখান থেকে সাঁতরাগাছি স্টেশনে এসে বাইরে থেকে একটি অ্যাপ ক্যাব বুক করে সাঁপুরজির উদ্দেশ্যে রওনা দেয় তাঁরা। পরিকল্পনা ছিল সেখানে পরিচিত কারোর কাছে কয়েকদিন থাকবেন।

অ্যাপ ক্যাব চালকের তৎপরতায় গ্রেফতার দুই অভিযুক্ত

কিন্তু ওই ক্যাবের মধ্যে অভিযুক্ত কথোপকথনে সন্দেহ হয় চালকের। তাঁদের নামিয়ে পুলিশের কাছে গিয়ে সবটা জানায়। সেই চালকের সূত্র ধরেই অবশেষে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। যদিও এই ঘটনায় আরও এক অভিযুক্ত এখনও অধরা। সে কলকাতায় আছে নাকি অন্য কোথাও পালিয়েছে সেই বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি। তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।