Representative Image (Photo Credit: File)

রাঁচি, ১২ মেঃ হোটেলের রুম থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ। সোমবার ঝাড়খণ্ডের (Jharkhand) জামশেদপুরে সাকচি থানা এলাকায় একটি হোটেলের রুম থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। খুন নাকি আত্মহত্যা! ঘনাচ্ছে রহস্য। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম রুখসানা, জামশেদপুরের (Jamshedpur) আজাদ বস্তির বাসিন্দা। রবিবার রাতে ওই হোটেলের ৫০৪ এবং ৫০৬ নম্বর রুম বুক করেছিলেম দুই মহিলা এবং দুই যুবকের একটি দল। সোমবার সকালে ৫০৬ নম্বর রুম থেকেই মেলে দুই মহিলার মধ্যে একজনের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই পুলিশ দুই যুবক, (ঋতুরাজ এবং পঙ্কজ) এবং অপর মহিলাকে আটক করেছে। হোটেলের মালিকও আটক হয়েছেন। চলছে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুনঃ আর্থিক অনটনের বলি! স্ত্রী এবং সন্তানদের খুন করে উন্নাও-এ আত্মঘাতী যুবক

হোটেল রুমেই রহস্যঃ

ঘটনা প্রসঙ্গে পুলিশ আরও জানাচ্ছেন, যে ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানে বেশ কয়েকটি মদের বোতল এবং আপত্তিকর কিছু জিনিসপত্র মিলেছে। ওই চারজনের মধ্যে কীভাবে পরিচয়? কী সম্পর্ক ছিল তাঁদের মধ্যে? রুখসানা যদি আত্মহত্যাই করে থাকেন তাহলে সেই সময়ে বাকি তিন জন কোথায় ছিলেন? হোটেল রুমে রুখসানা একা কী করছিলেন? সমস্ত কিছুই খতিয়ে দেখছে পুলিশ। তবে আটক হওয়া তিন জন জানাচ্ছেন, রুখসানার মৃত্যুর কারণ সম্পর্কে তাঁরা কিছুই জানেন না।

এদিকে হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ, যথাযত পরিচয়পত্র যাচাই না করেই ওই যুবক যুবতীদের ঘর দিয়েছিলেন তিনি।