Sensex Plunges Due To WHO Declares Coronavirus A Pandemic : করোনাভাইরাস মহামারী, হু-এর ঘোষণার ঘায়ে কুপোকাত শেয়ার বাজার
শেয়ার বাজারে ধস(Photo Credits: File Image)

মুম্বই, ১২ মার্চ: করোনাভাইরাসের কোপে কাবু বিশ্ব। আগেই মার্কিন প্রেসিডেন্টের সতর্কবাণী শোনা গিয়েছে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়ে দিল, করোনাভাইরাস মহামারীর (pandemic) রূপ নিয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বড়সড় ধস নামল শেয়ার বাজারে। সেনসেক্স ও নিফটির অবস্থা সঙ্গীন যাকে বলে আরকি। স্বাভাবিকভাবেই ইনভেস্টারদের মাথায় হাত পড়েছে। এদিন হু-এর মহামারী ঘোষণার পর বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই ১৮০০-রও বেশি পয়েন্ট পড়ে যায় BSE Sensex-এর সূচক। সূচক ৫% পড়ে নেমে যায় ৩৩,৮৭৬-এ। নিফটির সূচক ৫২০ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৯,৯৩৯-এ। সেনসেক্সে সবচেয়ে বেশি ক্ষতির মুখ দেখেছে টাটা স্টিল, অ্যাক্সিস ব্যাংক, ONGC, SBI, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তাদের স্টক প্রায় ৮.৯৭% কমে গিয়েছে।

বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেও নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা যাচ্ছে না। একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। এই রোগ বর্তমানে বিশ্বে মহামারীর আকার নিয়েছে বলে বুধবার ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংক্রমণ বিস্তারের গতিতে তারা গভীরভাবে উদ্বিগ্ন এমনটাও জানানো হয়েছে। স্বাভাবিকভাবে শেয়ার বাজারও মুখ থুবড়ে পড়েছে। নিফটিতেও একই অবস্থা। প্রায় সবাই বিপুল ক্ষতির মুখে। তবে স্টক প্রায় ৭.৬৩% কমে গিয়েছে নিফটি মিডিয়া, মেটাল ও PSU ব্যাংকের। বিশ্বজুড়ে ইতোমধ্যেই করোনায় প্রাণ গিয়েছে ৪০০০-এরও বেশি মানুষ। যে ভাবে নানা দেশে এই রোগ দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে, তাতে বিনিয়োগকারীরা বাজারের উপর আস্থা রাখতে পারছেন না বলে মত বিশেষজ্ঞদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা রুখতে ইউরোপের সঙ্গে সফর বাতিল ঘোষণা করার পর ধস নেমেছে বিশ্ব বাজারেও। আরও পড়ুন- Coronavirus Outbreak: আগামী এক মাস ইংল্যান্ড থেকে কেউই মার্কিন মুলুকে আসতে পারবেন না, করোনাভাইরাস প্রতিরোধে নয়া ঘোষণা ট্রাম্পের

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীর শরীরে বাসা বেঁধেছে করোনা। আতঙ্কে দিশেহারা ব্রিটিশ পার্লামেন্ট আপাতত বন্ধ আছে। সংক্রমণ এড়াতে ইউরোপ থেকে মার্কিন সফর বাতিল করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস যে কোনও রকম প্রতিরোধকেই আমল দিচ্ছে না, তা বেশ স্পষ্ট। এই পরিস্থিতিতে অফিসিয়াল ও কূটনৈতিক কাজে একমাত্র ভারতে যেতে পারবেন। বাকিদের আপাতত ভারতে যাওয়ার ভিসা দিচ্ছে না মার্কিন মুলুকের ভারতীয় দূতাবাস। এই মর্মে দূতাবাস থেকে একটি ট্রাভেল অ্যাডভাইজরিও প্রকাশিত হয়েছে।