Mother & Baby (Representational Image) (Photo Credit: @hrreview/ X)

নয়াদিল্লিঃ তৃতীয় সন্তানের (Child) জন্ম দিলেই মিলবে ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট। আর সেই সন্তান ছেলে হলে রয়েছে তার সঙ্গে উপহার হিসেবে থাকছে একটি গরুও। নারী দিবসে (Woe's Day 2025)এমনই প্রতিশ্রুতি টিডিপি(TDP) সাংসদ আপ্পালা নাইডুর। সরকারের তহবিল থেকে নয়, নিজের বেতন থেকেই এই নগদ পুরস্কার দেবেন তিনি, এমনটাই ঘোষণা করেছেন বিজয়নগরমের সাংসদ। সাংসদের এই প্রস্তাবের প্রশংসা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টিডিপি সাংসদের এই প্রতিশ্রুতি। প্রসঙ্গত, সম্প্রতি দিল্লি সফরে ক্ষিণ ভারতের জনসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, "আমি নিজেই একসময় পরিবার পরিকল্পনার কথা বলতাম। তবে এখন আমার দৃষ্টিভঙ্গি বদলেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে জনসংখ্যা বাড়ানোর কথা বলছি। ভারতের সবথেকে বড় সুবিধাই হল এর জনসংখ্যা। যদি এটা রক্ষা করতে পারি, তবে তা ভবিষ্যতে ভারত এবং ভারতীয়দের জন্য লাভজনক হবে। বৈশ্বিক পরিষেবার জন্য আমাদের উপরে সকলে নির্ভর করে থাকবে।" শুধু তাই নয়, এরপর র্মরত মহিলাদের মাতৃত্বকালীন ছুটির কথা ঘোষণা করেন তিনি। নাইডুর দেখানো পথে হেঁটে এবার বড় ঘোষণা করে দিলেন টিডিপি সাংসদ আপ্পালা নাইডু। কিন্তু কবে থেকে এই প্রকল্প শুরু হবে তা এখনও জানানো হয়নি।

তৃতীয় সন্তান হলেই মায়ের অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা,পুত্র সন্তান হলে বাড়তি উপহার গরু