
দিল্লি, ১০ মার্চ: উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে আবারও একটি ভয়াবহ ভিডিয়ো (Video) সামনে এল। যেখানে এক যুবক নিজের আত্মহত্যার ভিডিয়ো তৈরি শুরু করেন। ওই যুবককে দেখা যায়, হাতে শাড়ি নিয়ে প্রথমে সিলিং ফ্যানের কাছে যেতে। এরপর হাতের শাড়ি দিয়ে সিলিং ফ্যানে গিট বাঁধতে দেখা যায় ওই যুবককে। মোবাইল ফোনে ভিডিয়ো মোড অন করে তিনি নিজের জীবন করবেন বলে সিদ্ধান্ত নেন। ওই যুবক যখনই হাতে রাখা শাড়ি দিয়ে সিলিং ফ্যানে গিট বাঁধতে শুরু করেন, সেই ভিডিয়ো তখনই ভাইরাল হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের ভিডিয়ো হু হু করে ছড়াতে শুরু করলে, পুলিশ পদক্ষেপ করে। সেই সঙ্গে পুলিশ আগ্রার (Agra) ওই যুবকের লোকেশন ধরে সেখানে পৌঁছে যায়। উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা ওই যুবকের বাড়িতে গিয়ে সেখান থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।
সঙ্গে সঙ্গে ওই যুবককে ভর্তি করা হয় স্থানীয় এস এন মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই আপাতত ওই যুবকের চিকিৎসা চলছে।
জানা যায়, পারিবারিক বিবাদে জর্জরিত হয়েই ওই যুবক এই ধরনের চরম পদক্ষেপে পথ বেছে নেন। তবে গলায় ফাঁস দেওয়ার আগেই আগ্রার নাই কি মান্ডি থানার পুলিশ সংশ্লিষ্ট যুবককে খুঁজে বের করে তাঁর জীবন রক্ষা করে। তবে ওই যুবকের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় মুহূর্তে।
যদিও ছেলে কেন এই ধরনের পদক্ষেপ করল, সে বিষয়ে পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।