
হায়দরাবাদ, ৯ মার্চঃ দেখতে দেখতে ১৫ দিন পার। তেলঙ্গানায় (Telangana) সুড়ঙ্গ বিপর্যয়ের ১৬ দিনের মাথায় উদ্ধার হল এক দেহ। সুড়ঙ্গের অন্দরে একটি যন্ত্রে আটকে ছিল দেহটি। তাঁর কেবল হাতটি দেখা যাচ্ছিল। যন্ত্রটি কেটে দেহ বার করার কাজ শুরু করেছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের অন্ধকারে এখনও নিখোঁজ ৭টি দেহ। একজনের দেহ উদ্ধারের পর বাকিদের খোঁজে তৎপরতা বাড়িয়েছেন উদ্ধারকারী দল। তবে তাঁরা কী অবস্থায় আছেন, আদৌ বেঁচে আছেন কিনা সেই উত্তর এখনও অজানা। যত সময় গড়াচ্ছে সুড়ঙ্গের অন্দরে আটকে থাকা শ্রমিকদের পরিবারের দুশ্চিন্তা বাড়ছে।
গত ২২ ফেব্রুয়ারি তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলায় নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে (Telangana Tunnel Collapse) ভিতরে আটকে পড়েন আটজন নির্মাণ কর্মী। ৪৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ছাদের একাংশ ধসে পড়ার জেরে ১৩ কিলোমিটার অন্দরে আটকে পড়েন জলসেচ প্রকল্পের শ্রমিক এবং ইঞ্জিনিয়াররা। সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৮ জনের মধ্যে দুজন প্রকৌশলী, একটি মার্কিন কোম্পানির অপারেটর রয়েছেন দুজন এবং বাকি চারজন শ্রমিক। উদ্ধার হওয়ার মৃতদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে একজনের দেহ উদ্ধারের পর বাকিদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।