Coronavirus Outbreak: আগামী এক মাস ইংল্যান্ড থেকে কেউই মার্কিন মুলুকে আসতে পারবেন না, করোনাভাইরাস প্রতিরোধে নয়া ঘোষণা ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: Getty Images)

ওয়াশিংটন, ১২ মার্চ: আগামী ৩০ দিন ইউরোপ থেকে কেউ মার্কিন মুলুকে আসতে পারবেন না। যাঁরা ভ্রমণ বা কাজে আসার জন্য মনস্থ করেছিলেন তাঁদের যাত্রাও বাতিল করা হল। বুধবার এক ঘোষণায় এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মধ্যরাত থেকে এই নতুন নিয়মাবলী কার্যকর হতে চলেছে। করোনার থাবায় জর্জরিত গোটা বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইতিমধ্যেই মহামারী ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে জনস্বার্থের কথা চিন্তা করেই মার্কিন যুক্তরাষ্ট্র এহেন সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাস (Coronavirus) নিয়ে যখন বিশ্বজুড়ে তোলপাড় চলেছে, তখন মুখে কুলুপ এঁটেছে ট্রাম্প। এনিয়ে ঘরেবাইরে তাঁকে হাজারো সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে বুধবার ওভালের অফিস থেকেই জাতির উদ্দেশে বার্তা দেন ট্রাম্প।

তিনি বলেন, “আধুনিক ইতিহাসে এই প্রথম আমি লক্ষ্য করছি একটি বিদেশি ভাইরাস প্রতিরোধে ব্যাপক হারে প্রচেষ্টা নেওয়া হচ্ছে। সমস্ত দিক থেকে মারণ রোগকে প্রতিহত করতে তৈরি গোটা দেশ। আজকে স্মার্ট পদক্ষেপ নিলে আগামীতে এই মারণ রোগের ছড়িয়ে পড়াকে আটকানো যাবে।” ট্রাম্প এদিন বলার চেষ্টা করেন যে, মার্কিন নাগরিকরা সিওভিআইডি-১৯ এর প্রবল সম্প্রসারণে আতঙ্কিত। দেশের অর্থনীতি যাতে ক্ষতির মুখে না পড়ে তাই তিনি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। তাই শেয়ার মার্কেটকে শান্ত রাখার চেষ্টা করছিলেন প্রেসিডেন্ট। কেননা করোনা আতঙ্ক বাড়লে অর্থনীতিতে ধস নামবে। তাই সবদিক থেকেই এই মারণ ভাইরাসের সংক্রমণ রোধের চেষ্টা চালানো হচ্ছে। পেশাদারিত্ব বজায় রেখেই করোনাভাইরাস প্রতিরোধে আসরে নেমেছে প্রশাসন। আরও পড়ুন- COVID-19 Scar In US: করোনার গেরো, মার্কিন মুলুকে বাতিল করোনাভাইরাস কনফারেন্স

অফিসিয়াল ও কূটনৈতিক কাজে একমাত্র ভারতে যেতে পারবেন। বাকিদের আপাতত ভারতে যাওয়ার ভিসা দিচ্ছে না মার্কিন মুলুকের ভারতীয় দূতাবাস। এই মর্মে দূতাবাস থেকে একটি ট্রাভেল অ্যাডভাইজরিও প্রকাশিত হয়েছে।