বর্তমানে জল সংকটে ভুগছে দেশের একাংশ। বাদ যাচ্ছে না রাজধানী দিল্লিও। কখন জলের ট্যাঙ্ক আসবে, সেই আশাতে সকাল থেকেই অপেক্ষা করে থাকছে দিল্লিবাসীরা। তবে গ্রামের দিকের ছবিটা কিছুটা আলাদা। এখানে মানুষজনের জন্য আলাদা করে জলের ট্যাঙ্ক আসে না। বরং তাঁরা নিজেরাই মাইলে পর মাইল হেঁটে মাটি খুঁড়ে জল বের করছে। সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। এমনই ঘটনা ঘটছে মহারাষ্ট্রের অমরাবতি এলাকার মারিয়ামপুর (Mariampur) গ্রামে। এরপরেও এখনও পর্যন্ত উদাসীন রয়েছে স্থানীয় প্রশাসন।
এক গ্রামবাসী জানিয়েছেন, ভোর ৪টে সাড়ে ৪টে নাগাদ হেঁটে ভালো জায়গা খুঁজতে হয়। সেখানে ২-৩ ঘন্টা সময় নিয়ে মাটি খুঁডতে হয়। তারপরে লাইন দিয়ে জল নিয়ে হয়। জল নেওয়ার পর ওই গর্ত আবার বুজে দেওয়া হচ্ছে। তবে এই জল এতটাই অপরিস্কার যে বাচ্চা খেয়েই অসুস্থ হয়ে পড়ছে। তবে কোনও উপায় নেই, এই জল খেয়েই আমাদের চলতে হবে। আমাদের এখানে কোনও ট্যাঙ্কার আসে না, জলের জন্য অন্য কোনও ব্যবস্থা নেই। এই খেয়েই আমাদের জীবন চালাতে হবে।
#WATCH | Maharashtra: Residents of Mariampur village in Amravati are facing acute water crisis and are forced to consume water by digging pits on the banks of a polluted pond. pic.twitter.com/NBsVMNDQDN
— ANI (@ANI) May 31, 2024
যদিও এই অবস্থা মহারাষ্ট্রে বিভিন্ন গ্রামে দেখা যাচ্ছে। এমনকী রাজস্থান, মধ্যপ্রদেশ সহ দেশের একাধিক প্রান্তে দেখা যাচ্ছে। জল সংকটের সমস্যা আজকের নয়, প্রতিবছরই এই ধরনের সমস্যার সম্মুখীন হন অসংখ্য দেশবাসী। কিন্তু এই নিয়ে কার্যত নির্বিকার কেন্দ্র সরকার। এমনকী এই নিয়ে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস কোনও মন্তব্য করেনি। ফলে একটা জিনিস পরিস্কার যে জলের সমস্যা নিয়ে দেশের কোনও রাজনৈতিক দলই বিশেষ চিন্তিত নয়।