নয়াদিল্লি: শুক্রবার বিকেলে দিল্লিতে (Delhi) অনুষ্ঠিত ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন (National Platform for Disaster Risk Reduction)-এর তৃতীয় অধিবেশন উদ্বোধন করে সমস্যাতেই সমাধান খোঁজার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "ভারতবর্ষের বিপর্যয় মোকাবিলার পদ্ধতি (disaster management) সবসময়ই যেখানে সমস্যা তৈরি হয়েছে সেখান থেকেই সমাধানের রাস্তা খুঁজে বের করা। আগাগোড়া তাই স্থানীয় ভাবে বিপর্যয়ের জায়গা থেকেই পরিকল্পনা করেই সমাধানের রাস্তা খুঁজে বের করা হয়।"
The system related to disaster management in India has always been local, the solutions have been local & strategy has been local too: PM Narendra Modi at the 3rd Session of the National Platform for Disaster Risk Reduction in Delhi pic.twitter.com/3077W0jlBA
— ANI (@ANI) March 10, 2023
উদাহরণ হিসেবে গুজরাটের (Gujarat) কচ্ছ (Kutch) এলাকার মানুষের জীবনযাপনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, "কচ্ছের বাসিন্দারা একধরনের কাদা মাটির বাড়িতে (mudhouses) বাস করেন যাকে তাঁরা ভুঙ্গা (Bhunga) বলে ডাকেন। এই শতাব্দীর শুরুতেই কচ্ছ বড় একটা ভূমিকম্পের কেন্দ্র (centre of a massive earthquake) ছিল। কিন্তু, এই ভুঙ্গা নামক কাদা মাটির বাড়িগুলোর উপর কোনও প্রভাব (impact) পড়েনি।"
The people of Kutch live in mudhouses called Bhunga. Kutch was the centre of a massive earthquake at the beginning of this century. But there was no impact on these Bhunga houses: PM Narendra Modi at the 3rd Session of the National Platform for Disaster Risk Reduction in Delhi pic.twitter.com/okn8CT0Gwf
— ANI (@ANI) March 10, 2023
আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই অনুষ্ঠানে য়োগ দিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।